খেলাফত মজলিস বার্সেলোনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২৩:১২,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০২০এম লায়েবুর রহমানঃ খেলাফত মজলিস বার্সেলোনা শাখা সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ পালন করেছে। ২৬শে জানুয়ারী, রবিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বার্সেলোনার তান্দুরী নাইট কন্ফারেন্স হলে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
বার্সেলোনা শাখা সভাপতি জনাব মাওঃ শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মাওঃ বদরুল হক্বের পরিচালনায় মোঃ সলতান আহমদ মাহদীর পবিত্র কোরআন তেলাওয়াত ও সহ সভাপতি এম আব্দুল গফুর ইমরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কাতালোনিয়ার পরিচালক অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপীয় দায়িত্বশীল মাওলানা মোঃ আলিম উদ্দীন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বার্সেলোনা শাখার সহ সভাপতি মাওঃ হাঃ আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক জনাব জাহিদুর রহমান মখন, তারবিয়্যাহ সম্পাদক মাওঃ শরফ উদ্দিন আজাদ, প্রচার সম্পাদক মাওঃ হাঃ মাসুদুর রহমান প্রমুখ।
সম্মেলনে বক্তারা খেলাফত মজলিসের বিগত ৩০ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, খেলাফত মজলিস ১৯৮৯ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে গণমানুষের অধিকার আদায় ও একটি ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সভাপতির সমাপনি বক্তব্য এবং মাওলানা শরফ উদ্দিন আজাদের মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
