বার্সেলোনায় পূনরায় দু’দিনব্যাপি কন্স্যুলার সেবা প্রদান

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৩০,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০মো.ছালাহ উদ্দিনঃ পূর্ব ঘোষিত ০৮ ও ০৯ ফেব্রুয়ারী শনি ও রবিবার বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম কাতালোনীয়া রাজ্যের বার্সেলোনার বাংলাদেশি মালিকানাধীন প্রবাসী ট্রাভেলস এন্ড ট্যুর এর হলরুমে কন্স্যুলার সেবা প্রদান করেছে।
সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের পর্যটন শহর বার্সেলোনা সহ এর আশ-পাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী, পুরুষ, শিশু সেবা নিতে ভিড় জমান প্রবাসী ট্রাভেলস এন্ড ট্যুরস এর হলরুমে।
দু’দিনের জন্য সেবা দিতে আসা দুতাবাস টীম শান্তি-শৃংখলা ও নিয়ম-নীতির মধ্য দিয়ে নির্ধারিত সময়ে সেবা প্রদান সম্পন্ন করতে সক্ষম হয়। এতে সেবা নিতে আসা প্রবাসীরা দূতাবাসের ভুয়সী প্রশংসা করেন।
মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে দুতাবাসের নতুন নিয়ূগপ্রাপ্ত প্রথম শ্রম সচিব মোঃ মুতাসসিমুল ইসলাম, দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, এএসএম রেজাশাহ পাহলভী ও অফিস সহকারী মোঃ শফিক ইসলাম।
দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিলো প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরন, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট , পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ, ৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপি’র আবেদন গ্রহণ, মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছঁবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ, স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি।
