১৭ই ফেব্রুয়ারীর মেনুফেস্তাসিয়নকে ফলপ্রসু করতে কমিউনিটি নেত্রীবৃন্দের প্রতি আহবান
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:১০,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২০প্রবাসী বাংলাদেশী আলিমেন্তাসিয়ন ব্যবসায়ীদের একমাত্র ঐক্যের সংগঠন “আলিমেন্তাসিয়ন ব্যবসায়ী মালিক সমিতি”র আয়োজনে আগামী সোমবার (১৭.০২.২০২০) বার্সেলোনায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম মেনুফেস্তাসিয়ন।
বর্তমান সময় প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে চোর এবং ডাকাতের উপদ্রবে এ মহল অতিষ্ঠ। মূলত এ কারনগুলোর পাশাপাশি আরো বেশ কিছু দাবীনিয়ে সমিতি এ মেনুফেস্তাসিয়নের আয়োজন করেছে। ইতিমধ্যে স্পেনের মূলধা্ধারার সাংবাদিক সহ বিভিন্ন মাধ্যমের ব্যক্তিত্বরা উপস্থিত থেকে মেনুফেস্তাসিয়ন সফল করার আশ্বাস ব্যক্ত করেছেন।
এ মেনুসেস্তাসিয়নে ব্যবসায়ীদের দাবীকে আরোও জুরালোভাবে প্রশাসনের নিকট উপস্থাপন করতে প্রবাসী বাংলাদেশী বিভিন্ন স্থরের কমিউনিটি ব্যক্তিবর্গকে মেনুফেস্তাসিয়নে উপস্থিত থেকে আয়োজন সফল করার আহবান জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।