বার্সেলোনার সুপারমার্কেট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:২৮,অপরাহ্ন ১৩ মার্চ ২০২০আফাজ জনিঃ সুপারমার্কেট এসোসিয়েশন, বার্সেলোনার আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। স্থানীয় বাংলা স্পাইস রেস্টুরেন্টে ১২ই মে ২০২০, বৃহঃবার আয়োজিত হয় এ সভা।
আলোচনা সভায় সদ্য বিগত মেনুফেস্তাসিয়নের সফলার বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়। সংগঠনের আহ্বায়ক নজরুল ইসলামের উপস্থিতিতে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিপলু আহমদ নিয়াজী, জয়নাল আহমদ, জসিম উদ্দিন, মোঃ খোকন উদ্দিন, মোঃ করিম ওয়াহিদ, কবির আহমদ, রায়হান আহমদ, জাকির উদ্দিন, নিজাম উদ্দিন শাহীন, নজরুল ইসলাম, সাব্বির আহমদ, আফাজ জনি প্রমুখ।
উপস্থিতির সম্মতিক্রমে বেশকিছু বিষয়ের মধ্যে সংগঠনের সংবিধান তৈরি, স্প্যানিশ সরকারের নথিভুক্তিকরণ, কার্যকরি কমিটি গঠন এবং স্থানীয় সিটি কাউন্সিলের সাথে বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় রায়হান আহমদ বর্তমান সময়ে বিভিন্ন প্রকার সংক্রামক রোগ থেকে ফানা চেয়ে এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সভার শেষাংশে আহ্বায়ক সদস্য জয়নাল আহমদের সৌজন্যে নৈশভোজে অংশগ্রহন করেন উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ।