স্পেনে জরুরী রাষ্ট্রীয় সতর্কতা

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৪:৫৮,অপরাহ্ন ১৩ মার্চ ২০২০অনলাইন প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে স্পেনে জরুরী অবস্থার ৩য় ধাপের প্রথমধাপ “জরুরী রাষ্ট্রীয় সতর্কতা” জারী করেছেন স্পেন সরকার প্রধান পেদ্রো সানচেস। আজ বিকেল ৩ ঘটিকায় টেলিভিশনের মাধ্যমে এ ঘোষণা আসে, যদিও সকাল থেকে স্পেন সরকারের সম্পূর্ণ প্রস্তুতি ছিল।
ঘোষনা অনুযায়ী কেবলমাত্র সুপারমার্কেট এবং ফার্মেসী খোলা রাখার নির্দেশনা এসেছে।
বিনা প্রয়োজনে বাসাবাড়ি থেকে বাহিরে না বের হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
নিজেস্ব প্রভিন্স থেকে বাহির না হওয়ার নির্দেশনা আছে, এমনও হতে পারে প্রভিন্সের বাহিরে গেলে প্রশাসন আবার প্রবেশ না করতেও দিতে পারে।
