স্পেনের করোনা পরিস্হিতি-০৮ এপ্রিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৪:০৫,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২০আজকের কাতালোনিয়া:
• আজ কাতালোনিয়ায় মৃতের সংখ্যা ইতিবাচক হারে কম। তবে পুরো স্পেনে মৃত ও আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশির দিকে। গত ২৩ মার্চের পর থেকে কাতালোনিয়ায় আজকের মৃতের সংখ্যা সবচে’ কম। আজ ৮ এপ্রিল (২৪ ঘন্টায়) কাতালোনিয়ায় মৃত্যুবরণ করেছে ১০৭ জন। গতকাল মৃতের সংখ্যা রেজিস্ট্রি হয়েছিলো ১৩৩ জন। আজ কাতালোনিয়ায় নতুন আক্রান্ত রেজিস্ট্রি করা হয়েছে ১,৩৯৬ জন। গতকাল এ সংখ্যা ছিলো ১,৩২৬ জনে।
এ নিয়ে কাতালোনিয়ায় মোট মৃতের সংখ্যা ৩,১৪৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৩১,০৪৩জন।
• স্পেনের সবচে বড় ICU সম্বলিত হাসপাতাল হচ্ছে, বার্সেলোনার Vall d’Hebron হসপিটাল। করোনা বিপর্যয়ের কারণে হাসপাতালটি সিট বর্ধিত করে ২০০ সিটের ICU এর সুবিধা এনেছে। এই হসপিটালে ৩৫০জন প্রফেশনাল কাজ করেন। হাসপাতালের পরিচালক আজকে ElPais পত্রিকাকে বলেছে, যুদ্ধে যেমন কোন টাইম টেবিল থাকে না। আমাদের হাসপাতালেও এই মহামারি সামাল দিতে কোন রুটিন নেই। আমরা দিনরাত লড়ে যাচ্ছি মহামারির বিরুদ্ধে।
আজকের স্পেন:
• স্পেনে আজ মৃতের সংখ্যা ও আক্রান্তের সংখ্যা গতকালের থেকে বেশি। আজ ৮ এপ্রিল (গত ২৪ ঘন্টায়) মৃতের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৭৫৭ জন। গতকাল ছিলো ৭৪৩জন। আজকে নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৬,১৮০ জন। গতকাল ছিলো ৫৪৭৮ জন।
আজকে সুস্থ হয়েছেন ৪,৮১৩জন। সব মিলে স্পেনে আজ পর্যন্ত মোট আক্রান্ত ১ লক্ষ ৪৬ হাজার ৬৯০, মৃত্যুবরণ করেছে ১৪,৫৫৫ এবং সুস্থ হয়েছেন ৪৮,০২১ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন শতকরা ৩৩ শতাংশ, সংখ্যায় ৪৮,০২১জন।
• স্পেনে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়েছিলো আজ থেকে ৩৬ দিন আগে। এই ৩৬ দিনের মৃত্যুর সংখ্যা এখন ১৪ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ২ এপ্রিল শুধু একদিনে সর্বোচ্চ ৯৫০ জন মৃত্যুবরণ করেছে। গত ৩৬ দিনে প্রতিদিন গড়ে ৪০৫ জন মানুষ মরেছে করোনা মহামারিতে। এদের মধ্যে ৭৪ বছরের উপরে বয়সের মৃত্যুবরণ করেছে শতকরা ৫৩ ভাগ। ৬৫ থেকে ৭৪ বছর পর্যন্ত শতকরা ৪৬ ভাগ।
• ডাক্তার ও নার্স মিলে গণস্বাস্থ্যের ২৬ জন পেশাদার কর্মী এ পর্যন্ত করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন।
• মাদ্রিদ নিশ্চিত করেছে যে শতকরা শিশুদের মধ্যে ০,৮ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অর্থাৎ ১৮ বছরের নীচে মোট ৩৯৫ জন শিশু আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে।
• শুধু বৃদ্ধাশ্রমে ও বাসায় থাকাকালিন অবস্থায় মহামারিতে ৪,৭৫০ জন বয়ষ্ক মানুষ মারা গেছে মাদ্রিদে। আর কাতালোনিয়ায় মারা গেছে ১,১০০ জন বয়ষ্ক মানুষ। তারা চিকিৎসা সেবারও সুযোগ পাননি।
• স্পেনের অর্থমন্ত্রী ও সরকারের মুখপাত্র মারিয়া খেসুস মনতেরো আজকে ঘোষণা করেছেন, সরকার আগামী ২৬ এপ্রিল থেকে স্পেনে নাগরিকরা যেনো আবার তাদের স্বাভাবিক জীবন ফিরে পায় সরকার সেই লক্ষ্যে কাজ করছে। করোনা বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে নগর জীবন আরো সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রেখে সেই ব্যবস্থা করা হবে।
তবে স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা মন্তব্য করেছেন, আমরা এখনো জানি না ২৬ এপ্রিল থেকে আমরা কী পদক্ষেপ নেবো।
• তুরষ্কের আটকে রাখা ১৫০টি কৃত্রিম শ্বাসযন্ত্রের মেশিন অবশেষে ফেরত দেবে বলে স্বীকার কাছে আজ। গত সপ্তাহে চিন থেকে আমদানি করা এই যন্ত্রগুলো নিজেদের ব্যবহারের জন্য তুরষ্ক তাদের আঙ্কারা এয়াপোর্ট আটকে দিয়েছিলো।
• স্পেনের কৃষিবিভাগ কাজের মানুষের অভাবে ধ্বংসের পথে। নতুন ফসল তোলা এবং নতুন করে ফসল বোনার মানুষ নাই। Castella-La Mancha ২ লক্ষ বেকার ও বিদেশীদের খুঁজছে তাদের কৃষি ফার্মে কাজের জন্যে।
মিরন নাজমুল, স্পেন।