স্পেনের করোনা পরিস্থিতি- ১০ এপ্রিল

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:৩২,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২০আজকের কাতালোনিয়া:
• আজ পুরু স্পেনে আক্রান্ত ও মৃতের সংখ্যা গতকালের তূলনায় কম হলেও কাতালোনিয়ার মৃতের সংখ্যা গতকালের তুলনায় একটু বেড়েছে।
আজ ১০ এপ্রিল (২৪ ঘন্টায়) মৃত্যুবরণ করেছে ১০০জন। গতকাল মৃতের সংখ্যা রেজিস্ট্রি হয়েছিলো ৮৩ জন। গত পরশু সংখ্যাটি ছিলো ১০৭ জনে। আজ কাতালোনিয়ায় নতুন আক্রান্তের সংখ্যাও গতকালের তুলনায় বেশি রেজিস্ট্রি করা হয়েছে। আজকে নতুন রেজিস্ট্রি করা হয়েছে ১২৫৭ জন। গতকাল সংখ্যাটি ছিলো ৬৮৪ জন।
• এ নিয়ে কাতালোনিয়ায় মোট মৃতের সংখ্যা ৩,৩৩১ জন এবং আক্রান্তের সংখ্যা ৩২,৯৮৪জন। এছাড়া কাতালোনিয়ায় এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৪,২৯৮জন।
• বার্সেলোনায় Guardia Urbana এর এক পুলিশ সদস্য কারলোস (৫০ বছর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গেছেন। তিনি একজন চৌকস পুলিশ অফিসার হিসেবেই পুলিশ প্রশাসনে পরিচিত ছিলেন। অসুস্থতায় পড়া পর্যন্ত তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন করোনা মহামারির বিরুদ্ধে।
আজকের স্পেন:
• আজও স্পেনের আক্রান্ত ও মৃতের হার স্বস্তিদায়ক হারে নিম্নমূখী।
আজ ১০ এপ্রিল (গত ২৪ ঘন্টায়) মৃতের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৬০৫ জন। গতকাল ছিলো ৬৮৩জন। আজকের মৃতের সংখ্যা গত ২৪ মার্চের পর থেকে সবচে কম। আজকে নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৪৫৭৬ জন। গতকাল ছিলো ৫,৭৫৬ জন।
আজকে সুস্থ হয়েছেন ৩,৫০৩জন। সব মিলে স্পেনে আজ পর্যন্ত মোট আক্রান্ত ১ লক্ষ ৫৭ হাজার ০২২ জন, মৃত্যুবরণ করেছে ১৫,৮৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৫,৬৬৮ জন।
• স্পেনে মহামারির প্রথম দিকেই অন্তত ৪ লক্ষ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলো। সংবাদ মাধ্যম Lasexta আজ এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে একটি গাণিতিক জরিপের ফল প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় ১৫ মার্চ স্টেট অ্যালার্ম জারির শুরুর সময়ই ৩ লক্ষ থেকে ৪ লক্ষ ৫০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিলো। যদিও সরকারের স্বাস্থ্য অধিদপ্তর শুধুমাত্র ৭,৭৫৩ জন আক্রান্তের খবর প্রচার করেছিলো।
এই সংক্রমিতদের মধ্যে ৩০ শতাংশ জানতোই না তারা আক্রান্ত এবং এরা ১৫ দিন ধরে অন্যদের আক্রান্ত করেছে। আর ৫৫ শতাংশের মাঝে সাধারণ বা মাঝারি ধরণের উপসর্গ ছিলো। তারা করোনা সংক্রমনে নিশ্চিত ছিলো না এবং হাসপাতালে না গিয়ে বাসায়ই অবস্থান করেছে। আর ১০ শতাংশ হাসপাতালে যাবার মতো পরিস্থিতি হয়েছিলো। আর ৫ শতাংশ আইসিউতে থাকতে হয়েছে (যদি সেখানে জায়গা পাওয়া সুভাগ্য হয়েছিলো)। উল্লেখ্য, করোনাভাইরাস কোন আক্রান্ত শরীরে সাধারণত ১২দিন অবস্থানের পর উপসর্গ দেখা দেয়।
• স্পেনে প্রায় ৮ হাজার বয়ষ্ক মানুষ তাদের বাসায় মৃত্যুবরণ করেছে। মাদ্রিদে করোনা মহামারিতে যত জন বয়ষ্ক মানুষ মারা গিয়েছে তাদের অর্ধেকই মারা গিয়েছে বাসায়। বর্তমানে কাস্তেইয়া লেয়ন ও কাতালোনিয়ায় প্রসিকিউটর অফিস বৃদ্ধাশ্রম ও প্রবীণদের বাসায় খোঁজ নিচ্ছেন কোন প্রবীণ এখনো অবহেলার ভোগান্তি নিচ্ছেন কি না।
• Semana Santa-এর কারণে গতকাল বৃহস্পতিবার থেকে স্পেনের ট্রাফিক অধিদপ্তর DGT রাস্তায় নিয়ন্ত্রণ অনেক জোরালো করেছেন। মহাসড়কগুলোর মধ্যে ১৫০টির বেশি পয়েন্টে নিয়ন্ত্রণ করছে Guardia Civil পুলিশ। শুধু গতকালই রাষ্ট্রীয় সতর্কতা ভাঙ্গার জন্যে রাস্তায় ৩ হাজার ৯০টি জরিমানা করেছে পুলিশ।
• আগামী ১৩ এপ্রিল সোমবার থেকে মেট্রোসহ গণপরিবহন ও ভিড় হয় এমন পয়েন্টগুলোতে সরকারের পক্ষ থেকে মাস্ক বিতরণ করবে। স্বাস্থ্যমন্ত্রনালয় পরিবহনে ও জনসমাগম বেশি এ সব স্থানে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
মিরন নাজমুল, স্পেন।
