স্পেনের করোনা পরিস্হিতি-১২ এপ্রিল

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:১৯,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২০• আজকের কাতালোনিয়া:
• আজ স্পেনে মৃতের সংখ্যা বেড়েছে, তবে কাতালোনিয়ায় মৃতের সংখ্যা গতকালের তুলনায় কমেছে।
আজ ১২ এপ্রিল (২৪ ঘন্টায়) কাতালোনিয়ায় মৃত্যুবরণ করেছে ৯৬জন। গতকাল মৃতের সংখ্যা রেজিস্ট্রি হয়েছিলো ১১১জন। গত পরশু সংখ্যাটি ছিলো ১০০ জনে। আজকে নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে গতকালের তুলনায় যথেষ্ট কম। আজকে নতুন আক্রান্ত রেজিস্ট্রি করা হয় ৬৯৯ জন। গতকাল সংখ্যাটি ছিলো ১০৪৩ জন।
• এ নিয়ে কাতালোনিয়ায় মোট মৃতের সংখ্যা ৩,৫৩৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৩৪,৭২৬জন। এছাড়া কাতালোনিয়ায় এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৫,৬০২জন। ক্রিটিক্যাল অবস্থায় আছে ২৭১৩জন।
কাতালোনিয়ার গভর্নর কিম তোররা বিশেষ কাউন্সিলের সমন্বয়ে ”কাতালোনিয়ার নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ” পদক্ষেপের একটি প্যাকেজ অনুমোদন করেছে। জরুরী কাজে যোগ দেয়া, প্রয়োজনীয় কারণে শিশুদের সাথে নিয়ে বের হওয়া, নিরাপত্তা বজায় রেখে বার, রেস্টুরেন্ট খোলা ও স্কুল খোলার বিষয়গুলো বিশেষ স্বাস্থ নিরাপত্তা বজায় রেখে উন্মুক্ত করার প্রস্তাব আছে এই প্যাকেজে।
• কাতালোনিয়ার গভর্নর কিম তোররা স্পেনের সরকারকে হোম কোয়ারেন্টাইন অব্যাহত রাখার জন্য আজ চিঠি পাঠিয়েছে। তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেস কে জানিয়েছে, আমরা কাতালোনিয়ার অধিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে যে কোন ব্যবস্থা নিতে প্রস্তুত।
স্পেনের প্রেসিডেন্টের সাথে কাতালোনিয়া ও অন্যান্য প্রদেশের গভর্ণদের ভিডিও কনফারেন্সের সভায় কিম তোররা বলেন, এই মঙ্গলবার থেকে প্রায় ১ মিলিয়ন (১০ লক্ষ) কাতালোনিয়ার অধিবাসী কাজে যেতে হবে- এটা ‘একটি হঠকারি ও চরম অদুরদর্শী সিদ্ধান্ত’ হবে। তিনি আরো ১৫দিন রাষ্ট্রিয় সতর্কতা অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, স্পেন সরকার এ সপ্তাহের মধ্যে রাষ্ট্রিয় সতর্কতা উঠানোর হঠকারী সিদ্ধান্ত যদি না পাল্টান তাহলে জেনেরালিদাদ দে কাতালোনিয়া হাত গুটে বসে থাকবে না।
আজকের স্পেন:
• আজকেও স্পেনের আক্রান্তের সংখ্যা গতকালের থেকে কম হলেও মৃতের সূচক গতকালের থেকে ১০০ জন বেশি।
আজ ১২ এপ্রিল (গত ২৪ ঘন্টায়) মৃতের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৬১৯জন। গতকাল ছিলো ৫১০জন এবং গতপরশু ছিলো ৬০৫জন। আজকে নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৪,১৬৭জন। সংখ্যাটি গতকাল ৪,৮৩০জনে।
আজকে সুস্থ হয়েছেন গতকালের থেকে ১৫০জন কম। আজকে সুস্থ্য হয়েছেন ৩২৪২। সব মিলে স্পেনে আজ পর্যন্ত মোট আক্রান্ত ১ লক্ষ ৬৬ হাজার ০১৯ জন, মৃত্যুবরণ করেছে ১৬,৯৭২ জন এবং সুস্থ হয়েছেন ৬২,৩৯১ জন।
• আজ মাদ্রিদের অফিসিয়াল মেডিকেল কলেজ জানিয়েছে, কোভিড-১৯ মহামারিতে এখন পর্যন্ত স্পেনের ২৩ জন ডাক্তার মৃত্যুবরণ করেছেন। অনেক পরিশ্রমের পাশাপাশি তাঁদের যথেষ্ট সুরক্ষা নিশ্চিত করতে না পারার কারণে অনেক বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে এই ২৩জন মানুষকে সুরক্ষা দিতে গিয়ে নিজেদের জীবন দান করেছেন।
• স্পেনে করোনা মহামারী বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ স্প্যানিশ সেনা সদস্য কাজ করছেন। তাদের মধ্যে ৩,৪৮৩জন সদস্য কঠিন ও দুরূহ কাজ বয়ষ্কদের বৃদ্ধাশ্রম ও বাসায় তাদের তদারিক ও সেবাদানের কাজে নিযুক্ত আছেন।
• বয়সের কারণে ICU থাকার সুযোগ পাননি, এমনকি জীবন সঙ্কটাপন্ন অবস্থায় কৃত্রিক শ্বাস যন্ত্রও দেয়া হয়নি তাকে। এভাবে শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান ৭৫ বয়সের লোলি। তার সন্তানরা মায়ের এই মৃত্যুকে মেনে নিতে পারেনি।
তার সন্তান জানায়, ২১ মার্চ কভিড-১৯ এ আক্রান্ত হবার পর তাকে Hospital General de Segovia তে ভর্তি করানো হয়। ভাইরাসে আক্রান্তের আগে তার জটিল কোন স্বাস্থগত সমস্যা ছিলো না বলে জানার তার পরিবার। ভাইরাস সংমনের কারণে তার নিউমোনিয়াসহ চরম শ্বাসকষ্ট হতে থাকে। ভর্তির দুই দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার অবস্থা অবনতির দিকে এবং এখন কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে তাকে ICU তে রাখা জরুরী। কিন্তু তার ডাক্তার এটাও জানায়, বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে হাসপাতলের লিখিত আদেশের কারণে ৭৫ বছর ও তার ঊর্ধ্বে কোন রুগিকে এই ICU সুবিধা ও শ্বাসযন্ত্র দেয়া নিষেধ। শুধু এর থেকে কম বয়সের রুগি হলেই এই সুবিধা দেয়া যাবে। আরো জানায়, নিষেধাজ্ঞার কারণে অন্য হাসপাতালেও তাকে রেফার করা যাবে না। পরে এভাবেই ICU সুবিধা ও কৃত্রিম শ্বাসযন্ত্রছাড়া তাকে রেখে দেয়া হয়। পরে ৩০ মার্চ ফোনে পরিবারকে জানানো হয় লোলি মারা গেছে।
এই হৃদয়বিদরক ঘটনা লোলির সন্তানরা মেনে নিতে পারেনি। তারা স্বাস্থ্য অধিদপ্তরকে তদন্তের জোরালো আবেদন করেছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে।
মিরন নাজমুল, স্পেন।
