স্পেনের করোনা পরিস্হিতি-১৪ এপ্রিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০১:২৮,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২০আজকের কাতালোনিয়া:
• আজ কাতালোনিয়ায় মৃতের সংখ্যা গতকালের থেকে কম।
আজ ১৪ এপ্রিল (২৪ ঘন্টায়) কাতালোনিয়ায় মৃত্যুবরণ করেছে ৯০জন। গতকাল মৃতের সংখ্যা রেজিস্ট্রি হয়েছিলো ১২৮ জন। গত পরশু সংখ্যাটি ছিলো ৯৬ জনে।
আজকে নতুন আক্রান্ত রেজিস্ট্রির সংখ্যা বেড়েছে। আজ নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয় ১৩০৮ জন। গতকাল সংখ্যাটি ছিলো ৪৭১ জন।
• এ নিয়ে কাতালোনিয়ায় মোট মৃতের সংখ্যা ৩,৭৬২ জন এবং আক্রান্তের সংখ্যা ৩৬,৫০৫জন।
• কাতালোনিয়ার ঐতিহ্যবাহী বই ও গোলাপ উপহারের উৎসব Fiesta de Sant Jordi ২৩ এপ্রিলের তারিখ পরিবর্তন করে ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব অব্যাহত রাখার জন্যে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলো।
আজকের স্পেন:
• আজকে স্পেনের আক্রান্তের সূচক আশাব্যাঞ্জকহারে নিম্নমুখী, তবে মৃতের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা বেড়েছে।
আজ ১৪ এপ্রিল (গত ২৪ ঘন্টায়) মৃতের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৫৬৭জন। গতকাল ছিলো ৫১৭জন এবং গতপরশু ছিলো ৬১৯জন। আজকে নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৩,০৪৫জন। আর সংখ্যাটি গতকাল ৩,৪৭৭জনে।
আজকে সুস্থ হয়েছেন গতকালের তুলনায় বেশি, মোট ২,৭৭৭। সব মিলে স্পেনে আজ পর্যন্ত মোট আক্রান্ত ১ লক্ষ ৭২ হাজার ৫৪১ জন, মৃত্যুবরণ করেছে ১৮,০৫৬ জন এবং সুস্থ হয়েছেন ৬৭,৫০৪ জন।
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF স্পেনের ভবিষ্যত অর্থনীতি সম্বন্ধে হতাশাজন প্রতিবেদন প্রকাশ করেছে। করোনাভাইরাস সঙ্কটের পরিণতি সম্পর্কে ”ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক” প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের অর্থনীতি শতকরা ৮% হ্রাস পাবে এবং ২০২০ সালে বেকারত্বের হার আরো ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২০,৮%এ উন্নীত হবে। ইটালির পর স্পেন দ্বিতীয় দেশ হিসেবে এই সঙ্কটের মুখোমুখি হচ্ছে। IMF এটাও বলেছে, বিগত ৮০ বছরের মধ্যে স্পেন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করতে হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে এই অর্থনৈতিক সঙ্কটের চিত্রকে ”অভূতপূর্ব সঙ্কট” হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।
• স্পেনের প্রাক্তন রাষ্ট্রপতি মারিয়ানো রাখোইকে সকালে তার বাসভবনের ব্যয়ামের জন্য দৌঁড়াতে দেখা গেছে। এ সময় তিনি সাংবাদিকের ক্যমেরায় বন্ধী হন। পরে স্পেনের গণমাধ্যম অভিযোগ তুলে যে, তিনি স্টেট অব এলার্টের নিয়ম ভঙ্গ করেছেন। পরে আজ দুপুরে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো গ্রান্দে-মারলাসকা বলেছেন, তার মন্ত্রনালয় ব্যপারটি তদন্ত করবেন। উল্লেখ্য, তদন্তে নিয়ম ভঙ্গ করার অভিযোগ প্রমান হলে প্রাক্তন এই প্রেসেডেন্টের ১০০ থেকে ৬০০ জরিমানা করা হবে।
• স্পেনের কংগ্রেসে, এপ্রিলের ২২ তারিখকে রিজার্ভ করা হয়েছে ” জরুরী রাষ্ট্রীয় শতর্কতা”র সময় বৃদ্ধি করার প্রস্তাব আনার জন্য। প্রেসিডেন্ট পেদ্রো সানচেস ২৬ এপ্রিল থেকে মে মাসের ১১ তারিখ পর্যন্ত আরো ১৫ দিন রাষ্ট্রীয় শতর্কতা বৃদ্ধির প্রস্তাব করবেন।
মিরন নাজমুল, স্পেন।