স্পেনের করোনা পরিস্হিতি-১৮ এপ্রিল

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০২:২২,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২০আজকের কাতালোনিয়া:
• আজ (১৮ এপ্রিল, শনিবার) কাতালোনিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় স্পেনের সবগুলো প্রদেশের তূলনায় সবচেয়ে বেশি হয়েছে।
আজ (গত ২৪ ঘন্টায়) কাতালোনিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ১,৬২৭জন। আজ মাদ্রিদে নতুন আক্রান্তের সংখ্যা ছিলো ৯৫৩জন।
আর আজ কাতালোনিয়ায় নতুন নিয়মে (হাসপাতাল ও মর্গ মিলে) মৃতের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ১৮৬ জন। গতকাল মৃতের সংখ্যা ছিলো ৩০৫ জন। এই নিয়ে কাতালোনিয়ায় মোট মৃতের সংখ্যা ৭,৮৮১জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৯৮৮জন।
• কাতালোনিয়ার প্রোটেশন সিভিলের বিশেষজ্ঞরা শিশুদের বাসা থেকে বের করার জন্য একটা প্রস্তাবনা তৈরি করেছে।
স্পেন সরকার এই প্রস্তাবনা অনুমোদন করলে সামনের সপ্তাহ থেকে শিশুরা বাসার বাইরে বের হতে পারবে। নির্দিষ্ট বয়স অনুপাতে বাসা থেকে বের হবার জন্য নির্দিষ্ট সময়সীমা দেয়া হয়েছে।
প্রস্তাবনা অনুসারে-
> ০ থেকে ৬ বছরের শিশুরা বের হতে পারবে দুপুর ১২টা থেকে-২টা পর্যন্ত।
> ৬ থেকে ১৬ বছরের শিশুরা বের হতে পারবে বিকেল ৪টা থেকে – ৬টা পর্যন্ত।
> ১৬ থেকে ১৮ বছরের শিশুরা বের হতে পারবে বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।
আজকের স্পেন:
• করোনা মহামারিতে স্পেন আজ মৃতের সংখ্যা ২০ হাজার অতিক্রম করলো। আজ ১৮ এপ্রিল (শনিবার) সর্বশেষ ২৪ ঘন্টায় ৫৬৫ জন মৃতের সংখ্যা রেজিস্ট্রি করেছে। গতকাল মৃতের সংখ্যা ছিলো ৫৮৫জন এবং গতপরশু ছিলো ৫৫১জন। এই সংখ্যা নিয়ে স্পেনে মৃতের সংখ্যা হলো ২০,০৪৩ জন। আজকে সমগ্র স্পেনে নতুন আক্রান্তের সংখ্যা মোট ৪৪৯৯জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ৫২৫২জন।
এই নিয়ে স্পেনে মোট আক্রান্তের সংখ্যা হলো ১ লক্ষ ৯১ হাজার ৭২৬জন। সুস্থ হওয়ার সংখ্যা ৭৫হাজার ৬২২জন।
• আজকে সংবাদ সম্মেলনো প্রধানমন্ত্রী পেদরো সানচেস ঘোষণা দিয়েছেন, আগামি ৯ মে পর্যন্ত রাষ্ট্রিয় সর্তকতা বাড়াবেন। তিনি আরো বলেছেন, ২৭ এপ্রিল থেকে শিশুরা বাসা থেকে বের হবার সুযোগ করে দেবেন। এই দুটো বিষয়ই নিশ্চিত করার জন্য আগামী কাল রবিবার স্পেনের সবগুলো প্রাদেশিক সরকার প্রধানের সাথে তার ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে।
মিরন নাজমুল, স্পেন।
