স্পেনের করোনা পরিস্হিতি-১৯ এপ্রিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৪০,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২০আজকের কাতালোনিয়া :
কাতালোনিয়ায় মৃত্যুর হার বাড়ন্ত। আজকেও গতকালে থেকে বেশি মৃত্যুবরণ করেছে। আজ (গত ২৪ ঘন্টায়) কাতালোনিয়ায় মৃতের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ২০৬জন। গতকাল মৃতের সংখ্যা ছিলো ১৮৬ জন।
আজ (গত ২৪ ঘন্টায়) কাতালোনিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ১,০৬৬জন। আজ নতুন আক্রান্তের সংখ্যা গতকালের থেকে কম। গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ১,৬২৭জন।
এই নিয়ে কাতালোনিয়ায় মোট মৃতের সংখ্যা ৮,২৭৩ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬১০জন।
• গত শুক্রবার রাত সাড়ে ৮টায় কাতালোনিয়ার Tarragona তে একজন ইমাম রাস্তায় নেমে লাউড স্পিকারে আজান দেয়ার ঘটনায় আজ তদন্ত শুরু হয়েছে।
করোনা মহামারিতে লকডাউন চলাকালিন সময়ে হাসান নামের ঐ ইমাম (মরক্কোর) শহরের ভেনদ্রেলে মসজিদের সামনের রাস্তায় প্রকাশ্যে আজান দেয়। এ সময় প্রায় ৫০জন মানুষ লক ডাউন ভেঙ্গে রাস্তায় সমবেত হন।
স্থানীয় সিটি করপোরেশন বিষটিতে রাষ্ট্রীয় লকডাউন আইন ভঙ্গের অভিযোগ তোলেন। Mossos d’Esquadra এর পুলিশ বিষয়টি নিয়ে আজ থেকে তদন্ত করেছেন। যারা আজানের সময় লকডাউনের নিয়ম ভেঙ্গে ঐ সময় রাস্তায় জড়ো হবার চেষ্টা করছিলেন তাদের নাম জোগাড় করা হচ্ছে।
এ ঘটনায় ইমাম হাসান সংবাদ মাধ্যমকে জানায়, আজান খারাপ উদ্দেশ্যে দেয়া হয়নি। আগামী ২৪ এপ্রিল আসন্ন রমজানের ঘোষণা দেবার জন্যই তিনি বাইরে লাউড স্পিকারে আজান দিয়েছিলেন।
• বার্সেলোনার ফার্মাসিস্ট কলেজের সচিব জর্ডি কাসাস সতর্ক করে দিয়েছেন, বাচ্চাদের মাস্ক ফার্মেসিগুলোতে পাওয়া যাবে না। তিনি জানান, বাচ্চারা বড়দের মাস্ক ব্যবহার করলেও সুরক্ষা নিশ্চিত হবে না। কারণ, বড়দের মাস্ক বাচ্চাদের নাক-মুখকে ভালো সুরক্ষা দেবে না। সম্ভব হলে বাচ্চাদের জন্য ছোট আকারের মাস্ক বাসায় তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। এ ব্যপারে কাতালোনিয়ার স্বাস্থমন্ত্রী পরামর্শ দিয়েছেন, বাচ্চাদের মাস্কগুলো মুখের সাথে নেয়া উচিত। এছাড়া বাচ্চাদের গ্লাভস পরা উচিত কিনা সে সম্পকে তিনি বলেছেন, গ্লাভস অত গুরুত্বপূর্ণ নয় বাচ্চাদের জন্যে।
উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল থেকে শিশুদের নির্দিষ্ট সময়ে বাসা থেকে বের হবার সুযোগ করে দেয়া হলেও, স্বাস্থবিধি মেনে চলার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ পরামর্শ দিচ্ছেন।
আজকের স্পেন:
• আজ ১৯ এপ্রিল (রবিবার) স্পেনে গত ২৩ মার্চের পরে মৃতের সংখ্যা সবচেয়ে কম। গত ২৩মার্চ মৃতের সংখ্যা ছিলো ৪৬২জন। আজকে স্পেনে মৃত্যুবরণ করেছে ৪১০ জন। যা বিগত দিনের মৃত্যু সংখ্যা থেকে শতকরা ২৭ শতাংশ কম। গতকাল ছিলো ৫৬৫জন, গতপরশু মৃত্যুবরণ করেছিলো ৫৮৫জন।
আজ নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৪২১৮জন, যা বিগত দিনের আক্রান্তের সংখ্যার হার থেকে ৬ শতাংশ কম। গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ৪৪৯৯জন।
গতকাল স্পেনে মোট মৃতের সংখ্যা ২০ হাজার অতিক্রম করেছে। আজ পর্যন্ত স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ৪৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৯৪৪জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭হাজার ৩৫৭জন।
• স্পেনে এখন পর্যন্ত করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছে ২০ হাজারের ঊর্ধ্বে। এদের মধ্যে বয়স অনুপাতে মৃতের শতকরা হিসাবের সর্বশেষ তথ্য এখানে পাবেন।
> দুই বছরের নীচে মৃত্যুবরণ করেছে ২,৪%
> ২-৪ বছর: ০%
> ৫-১৪ বছর: ০%
> ১৫-২৯ বছর: ০,২%
> ৩০-৩৯ বছর: ০,৩%
> ৪০-৪৯ বছর: ০,৬%
> ৫০-৫৯ বছর: ১,২%
> ৬০-৬৯ বছর: ৪,২%
> ৭০-৭৯ বছর: ১৩,৩%
>৮০ থেকে তদুর্ধ্ব: ২৪,৩%
মিরন নাজমুল, স্পেন।