স্পেনের করোনা পরিস্হিতি-২৫ এপ্রিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৪৫:২১,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২০আজকের কাতালোনিয়া:
• আজ (২৪ ঘন্টায়) কাতালোনিয়ায় মৃতের সংখ্যা গতকালের তুলনায় কম। গতকাল কাতালোনিয়ায় করোনা মহামারিতে মৃতের সংখ্যা ছিলো ১৯০ জন।
আজকে (গত ২৪ ঘন্টা) কাতালোনিয়ায় মৃতের সংখ্যা শুধু হাসপাতালে রেজিস্ট্রি করা হয়েছে ৫৫ জন। তবে হাসপাতাল ও মর্গ (মৃতদেহ সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সূত্র) মিলে মৃতের সংখ্যা হয়েছে ১৫৪জন।
আজকে নতুন আক্রান্তের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৬৪০জন। সুস্থ হয়েছেন ৩০৪জন।
এই নিয়ে কাতালোনিয়ায় মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৬৪৬জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৭৩ জন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩৭৯ জন।
আজকের স্পেন :
• পরিস্থিতির বিবেচনায় স্পেন করোনা মহামারি থেকে মুক্ত হওয়ার পথে কিছুটা হলেও আভাসের আলো ছড়াচ্ছে।
গত ২২ মার্চের পরে গতকাল এবং আজকে স্পেনে মৃতের সংখ্যা ৪০০ এর নীচে নেমেছে। আজ স্পেনে (গত ২৪ ঘন্টা) মৃতের সংখ্যা রেজিস্ট্রি করা হয়েছে ৩৭৮ জন। গতকাল মৃতের সংখ্যা ছিলো ৩৬৭জন। গতপরশুর মৃতের সংখ্যা ৪৪০ জনের পর গত দুই দিন স্বস্তিজনকভাবে চারশতের নীচে অবস্থান করছে।
• স্পেনে নতুন আক্রান্তের সংখ্যাও গত দুই দিন স্বস্তিজনকহারে কমেছে। গত ৩৫ দিনে গতকাল ও আজকে স্পেনে আক্রান্তের সংখ্যা প্রতিদিনের হিসেবে ৩ হাজারের নীচে নামলো। এছাড়া স্পেনে গতকাল শুক্রবার ও আজ (২৪ ও ২৫ এপ্রিল) এই প্রথম আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি হয়েছে। গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ছিলো ২৭৯৬জন, আর সুস্থ হয়েছিলো ৩১০৫জন। আজ নতুন আক্রান্তের সংখ্যা ২৯৪৪জন, আর সুস্থ হয়েছেন ৩৩৫৩ জন।
এই নিয়ে করোনা মহামারিতে স্পেনে মোট মৃত ২২ হাজার ৯০২জন, আক্রান্ত ২ লক্ষ ৫ হাজার ৯০৫জন। সুস্থ হওয়ার সংখ্যা ৯৫ হাজার ৭০৮জন।
• প্রেসিডেন্ট পেদরো সানচেস আজ ঘোষণা করেছেন, এক সপ্তাহের মধ্যে হোম কোয়ারেন্টাইনে বন্ধী মানুষজন রাস্তায় ব্যয়াম করতে এবং পায়চারী করতে বের হতে পারবে। তিনি আরো বলেছেন, পরিস্থিতি উন্নতির দিকে, আগে যেখানে একজন ৩জনকে আক্রান্ত করতো, এখন সেটা ১.৫জনে নেমেছে।
• স্পেন ইউরোপিয়ান ইউনিয়নের কাছে প্রস্তাব করা ১,৫ বিলিয়ন ইউরো অর্থনীতি পুনরুদ্ধার সহযোগিতা পাবে। আজ স্পেনের প্রেসিডেন্ট সেটা জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আগামী ১ জুলাই এই দেড় বিলিয়ন ইউরো অর্থনৈতিক সহযোগিতা পাবার কথা আজ ঘোষণা করেছেন তিনি।
• স্পেনে ডাক্তার, নার্সসহ স্যনিটেসন কর্মীরা সবচেয়ে বেশি আক্রান্তের শিকার হয়েছে করোনা মহামারিতে। আক্রান্ত হয়েছে প্রায় ৩৭ হাজার স্বাস্থকর্মী। সংখ্যায় ইউরোপের মধ্যে সর্বাধিক।
আর সর্বশেষ তথ্য অনুযায়ী মৃত্যুবরণ করেছেন ২৬ জন।
মিরন নাজমুল, স্পেন।