পর্তুগালের ফারোতে বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের উদ্বোধন
বেলাল আহমেদ
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:৩৩,অপরাহ্ন ০৭ জুলাই ২০২০পর্তুগালে থাকা প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষ্যে পর্তুগালের আলগার্ভ প্রদেশের রাজধানী পর্যটন শহর ফারোতে উদ্বোধন করা হয়েছে বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার নামের একটি বাংলাদেশী প্রতিষ্ঠানের। পর্তুগালের বাঙালী কমিউনিটির বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়ী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আগত নানা অতিথিদের নিয়ে গত ৫ জুলাই আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্টানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম সাজ্জাদ হোসেন।
এসময় এস এম সাজ্জাদ হোসেন বাংলাদেশীসহ এশিয়ান কমিউনিটির ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে কমিউনিটির সেবার জন্য এই প্রতিষ্টানটি খোলা হয়েছে উল্লেখ করে বলেন, প্রতিষ্টানটির মাধ্যমে মানি ট্রান্সফার ও এয়ার টিকেটে সুলভ মুল্য ও সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দিয়ে বিশ্বস্থতায় কাজ করে যাবে। তিনি তাঁর ঐ প্রতিষ্টানটির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্টান্র বক্তব্য রাখেন রাজধানী লিসবনে বসবাসরত ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের পর্তুগাল ম্যানেজার মুহাম্মদ আব্দুর রাহিম ও নেক মানি ট্রান্সফারের মার্কেটিং ম্যানেজার উত্তম কুমার সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফারোর বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মাহমুদুলহাসান, সাঈদুর রহমান, ব্যবসায়ী হাসিবুল হাসান, ব্যবসায়ী হেলাল চৌধুরী, পিয়াস হাসান প্রমূখ।
এসময় ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের পর্তুগাল ম্যানেজার মুহাম্মদ আব্দুর রাহিম বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের উত্তরোত্তর সমৃদ্ধিকামনা করে বলেন, ২০১৮ সালে প্রথম ফারোতে ব্র্যাক সাজনের এজেন্সীর মাধ্যমে বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের ব্যবস্থাপনা পরিচালক এস এম সাজ্জাদহোসেন মানি ট্রান্সফার ব্যবসার শুরু করেন এবং তাকে সহযোগী হিসেবে পেয়ে ব্র্যাক সাজন গর্বিত।তিনি ফারোতে ব্র্যাক সাজন মানি ট্রান্সফার এস এমসাজ্জাদ হোসেনের সঙ্গে সবসময় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। নেক মানি ট্রান্সফারের মার্কেটিং ম্যানেজার উত্তম কুমার সরকার বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের পাশে থেকে এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেনকে নেক মানির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, সীজন সিরিমনী এলডি এর ম্যানেজিং ডাইরেক্টর তরুন উদ্দ্যোক্তা এস এম সাজ্জাদ হোসেন বিডি মিনি মার্কেট-১ ও বিডি মিনি মার্কেট-২এর সফলতার পর তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে ফারোর কেন্দ্র স্থলে এই নতুন ব্যবসা প্রতিষ্টানটির যাত্রা শুরু করলেন। তিনি সততা, বিশ্বস্থতা ও একনিষ্টতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কমিউনিটির মানুষদের সেবাপ্রদানের লক্ষ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করে আসছেন।