১৭জুলাই, বার্সেলোনার কভিড১৯ মহামারি ইস্যু

মিরন নাজমুল
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৩৪,অপরাহ্ন ১৭ জুলাই ২০২০• আজ বার্সেলোনার উপর বিধি-নিষেধ বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতালোনিয়ার প্রশাসন। বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে বাসায় অবস্থান করতে বলেছে এবং ১০ জনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
• শনিবার (১৮ জুলাই) থেকে এই বিধি-নিষেধ কার্যকর করা হবে। কভিড১৯-এর নতুন সংক্রমন প্রতিরোধ করার জন্য কাতালান সরকার আজ এই নতুন পদক্ষেপ ঘোষণা করেছে।
রাজধানী বার্সেলোনা, তার আশপাশ এবং L’Hospitalet de Llobregat এর তিনটি স্পট Collblanc, la Torrassa y la Florida যেখানে আগে থেকেই এই নিষেধাজ্ঞা আনা হয়েছিলো –এই সব অঞ্চল নতুন পদক্ষেপের আওয়াত আসবে। এছাড়া Lleida প্রদেশের সংক্রমিত অঞ্চলও এই নতুন নিষেধাজ্ঞার আওয়াত থাকবে।
• এই ঘোষণায়, কাউকে তার নিজস্ব দ্বিতীয় আবাসস্থলে (Segundo residencias) না যাওয়া, সমুদ্র সৈকতে না যাওয়া ও একেবারে জরুরী কাজ ছাড়া আবাসস্থল থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।
কাজের জন্য বের হওয়া, স্বাস্থ্যক্লিনিকে যাওয়া, বৃদ্ধ, শিশু ও শারীরিক অক্ষম মানুষদের সেবা সুশ্রুসা দেয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, আর্থিক প্রতিষ্ঠানে যাতায়াত, আইন সংস্লিষ্ট বিষয়ের জন্য যাতায়াত, নোটারিয়াল কার্যক্রম, পরীক্ষা সংক্রান্ত বিষয় ছাড়া চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
একস্থানে ১০ জনের বেশি মানুষ সমাগমও সরকার নিষিদ্ধ করেছে, সেটা হোক খোলা বা বদ্ধ পরিবেশে। সিনেমা থিয়েটার ও অন্যান্য বিনোদনাগার বন্ধ থাকবে। নিষিদ্ধ থাকবে বৃদ্ধাশ্রমে ভিজিট করা।
• বার ও রেস্টুরেন্টগুলোতে শুধু টেবিলে ৫০% অংশে পরিবেশন করা যাবে। সামিয়ানা (Terrazas)গুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ব্যবহার করতে হবে।
সম্পূর্ণ লকডাউন না করে, বরং সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রনের মাধ্যমে নতুন সংক্রমনের প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্যই কাতালোনিয়ার গভর্ণর এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে।
এই বিধি-নিষেধের প্রাথমিক সময়কাল ১৫ দিন থাকবে।
•কাতালোনিয়ায় নতুন সংক্রমনের হার কিছুটা জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে। এতোমধ্যে নতুন ১ হাজার ১ শত ১১জন আক্রান্ত ও ২ জন মৃত্যুবরণ করেছে। বার্সেলোনার মূল শহরে নতুন আক্রান্ত হয়েছে ৩৪৬জন। আর বার্সেলোনার পুরো মেট্রোপলিটান এরিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা এখন ৭৭২জন।
