কাতালোনীয়া আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিশ্ববাংলা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৩৪,অপরাহ্ন ২৬ আগস্ট ২০২০যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আওয়ামীলীগ কাতালোনীয়া শাখার নেতৃবৃন্দ আয়োজন করেন আলোচনা সভা ও দোয়া মাহফিল।
২৩শে আগস্ট রবিবার, বার্সেলোনার স্থানীয় একটি কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা শিমুল চৌধুরীর সভাপতিত্বে এবং কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর পরিচালনায় শোক সভাটি অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তব্য রাখেন কাতালোনীয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম চৌধুরী বাবলা, শান্তাকলমা আওয়ামীলীগের সভাপতি নাজমুল আলম শফিক, শান্তাকলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাছিম, আওয়ামীলীগ নেতা মোশাররফ বেপারী, আওয়ামীলীগ নেতা মুহিবুল হাসান খান কয়েস, কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা খালেদুর রহমান, শান্তাকলমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা কামাল বেপারী, আওয়ামীলীগ নেতা নীরু, হাজী এখলাস মিয়া, কাতালোনীয়া যুবলীগ সহ-সভাপতি বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো.ছালাহ উদ্দিন, স্বপন কুমার দেবনাথ, ছিদ্দীকুর রহমান, হাজী মো.এখলাছ মিয়া প্রমূখ।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো. মনির হোসেন, খালেদ খান, মোফাজ্জল আহমদ মাসুদ, মুহিবুল হক সৌরভ, সুমন, আব্দুল হালিম, ইব্রাহিম খান, কাজী ছাব্বুর, মো.সেলিম, মো.আওলাদ, মো.নুনু মিয়া, মাহমুদুল হাসান, জিয়াউর রহমান, মো.সেলিম আহমদ, আনোয়ার ইসলাম, রাসেল আহমদ, এনাম উদ্দিন, মোস্তফা, সামসুর রহমান, সিদ্দিকুর রহমান, সামসুর রহমান, তানভীর রহমান শাহীন, কামরান সহ কাতালোনীয়া আওয়ামীলীগ, শান্তাকলমা আওয়ামীলীগ, কাতালোনীয়া যুবলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ই জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে এনে বিচারের দাবী জানান। এছাড়া ২১শে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত সকল আসামীদের ফাঁসিরও দাবী জানান নেতারা।
এছাড়াও দীর্ঘদিন থেকে বিচ্ছিন্ন কাতালোনিয়া আওয়ামীলীগকে একই প্লাটফর্মে এনে সুসংগঠিত শক্তিশালী আওয়ামী ইউনিট গঠনের প্রত্যাশার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করারও অঙ্গীকার ব্যক্ত করেন।
