ইতালিতে কমিউনিটি নেতার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল
জমির হোসেন, ইতালি থেকে
প্রকাশিত হয়েছে : ২:১৩:৩১,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২০ইতালি জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্যের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব খালেদুর রহমান চৌধুরীর মৃত্যুতে ইতালিতে গত শুক্রবার (২৮ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির পালেরমোতে বর্গ ভেইক্ষ জামে মসজিদে সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, পালেরমো বিএনপির সভাপতি বদরুল আলম শিপু, সাধারণ সম্পাদক মাসুদ আকন, সাংগঠনিক সম্পাদক হাসান জামাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা ইসলাম খান, সেক্রেটারি মাহতাবুর রহমান চৌধুরী, রিয়াজুর রুস্তুম, হারুন খন্দকার, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। মরহুম খালেদ চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা ক্বারি শামিম আহমেদ। দোয়া অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য ধর্মপ্রাণ মুসাল্লি ও মরহুমের শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম খালেদ চৌধুরী ছিলেন বাংলাদেশ ক্যাটারার্স এ্যাসোসিয়েশন বিসিএ ইউকে-এর সেক্রেটারি মিটু চৌধুরী ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজান চৌধুরীর বড় ভাই।