ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি ও দুই সন্তান করোনায় আক্রান্ত
ইতালি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২:২৩:৩৬,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০২০করোনাভাইরাসে এবার ইতালির সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী সিলভিও বার্লুসকোনিক ও তার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমান বাসায় আইসোলেশনে আছেন। ফরজা ইতালিয়া দলের এক নেতা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হলেও তিনি সাহস ও দৃঢ়তার সাথে করোনা সংক্রমন মোকাবেলা করছেন এবং বর্তমানে তিনি ভাল এবং সঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এ ব্যাপারে তার ভাই পাওলো বার্লুসকোনি এক প্রতিক্রিয়া জানায়, ধারণা করতে পারছিনা কিভাবে সে কোভিড-১৯ করোনায় আক্রান্ত হল। শুধু তাই নয় দুই সন্তান লুইজি ও বারবারাও করোনায় আক্রান্ত হয়েছে।
বার্লুসকোনি করোনায় আক্রান্তের বিষয়ে ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক নিকোলো জিঙ্গারেটি এক টুইট বার্তায় দলের পক্ষ থেকে বার্লুসকোনির জন্য শুভ কামনা এবং তিনি দ্রুত সুস্থতা লাভ করবেন -এমন প্রত্যাশা করেন। সাবেক এই প্রধানমন্ত্রী করোনায় অসুস্থতার লড়াইয়ে জয় লাভ করবেন এবং শীঘ্রই আবার তাদের দেখা হবে -বললেন ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক নিকোলা।