কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ফরিদ আহমেদ পাটওয়ারি, পর্তুগাল
প্রকাশিত হয়েছে : ৩:০৫:৩৩,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০২০পর্তুগালের স্পেন বর্ডার সংলগ্ন শহর ভিলা নোভা ডে সার্ভেইরা শহরে মোঃ জামাল উদ্দিন একটি শিপ-বিল্ডিং ফ্যাক্টরিতে কাজরত অবস্থায় মর্মান্তিক দুর্
ঘটনার শিকার হয়ে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ জামাল উদ্দিন (৩৯) মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টায় তিনি দুর্ঘটনায় শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন।

নিহত মোহাম্মদ জামাল উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ পর্তুগালের ভিয়েনা কাস্তেলো শহরে বসবাস করতেন।
এই ক্ষণজন্মা, সদালাপী, হাস্যোজ্জ্বল মোহাম্মদ জামাল উদ্দিনের অকালমৃত্যুতে মরহুমের পরিবারসহ পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। শুভাকাঙ্খী প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করছেন। বলে জানা গেছে।
এছাড়া, গত কিছুদিন আগে ঢাকার অদূরে কেরানীগঞ্জের বাসিন্দা পর্তুগাল প্রবাসী মোহাম্মদ হাসান অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেন। তাছাড়া করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ফারুক আহমেদ লিটন কাদেরীর শিশুকন্যা আয়েশা আক্তার, জহিরুল ইসলাম বাপ্পী মৃত্যুবরণ করেন।
বর্তমান করোনা মহামারীর উদ্বুদ্ধ পরিস্থিতিসহ গত কিছুদিন যাবত ৪জন প্রবাসীর মৃত্যুতে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া বিরাজ করছে।
লেখক : সমাজকর্মী, ফ্রিল্যান্সার সাংবাদিক
লেখক : সমাজকর্মী, ফ্রিল্যান্সার সাংবাদিক
