পর্তুগালের লুইস আরাইজু ইউরোপিয়ান ট্রাভেল কমিশনের প্রেসিডেন্ট

ফরিদ আহমেদ পাটওয়ারি , পর্তুগাল
প্রকাশিত হয়েছে : ২:৫৫:১২,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০২০আটলান্টিক পাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের ইউরোপের এই দেশটি প্রতিনিয়তই তাদের উন্নতি বজায় রেখেছেন এবং তারই অংশ হিসেবে,। ইউরোপিয়ান ট্রাভেল কমিশনের ৯৯ তম জেনারেল মিটিং এ পর্তুগালের পর্যটন সংস্থা ট্যুরিজম ডে পর্তুগাল এর প্রেসিডেন্ট লুইস আরাইজু আগামী তিন বছরের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের পর্যটন সংস্থা ইউরোপিয়ান ট্রাভেল কমিশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
পর্তুগাল বিগত বছরগুলোতে পর্যটন সেক্টরে ব্যাপক উন্নতি লাভ করেছে এবং গত চার বছরে পূর্বের তুলনায় ৬০ শতাংশ এর বেশি পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে তাছাড়া বর্তমান মহামারীর প্রেক্ষাপটে পর্তুগালই প্রথম বিভিন্ন স্বাস্থ্যবিধির সমন্বয় করে ক্লিন এন্ড সেফ এর মত পদক্ষেপ গ্রহণ করে ইউরোপের প্রথম দেশ হিসেবে নিরাপদ ভ্রমণের ক্ষেত্র তৈরি করেছে। তদুপরি মহামারীর ব্যাপকতা অদ্যবধি পর্যন্ত রুখতে সক্ষম হয়েছে।
ইউরোপিয়ান ট্রাভেল কমিশন ইউরোপের ৩৩ টি জাতীয় পর্যটন সংস্থার প্রতিনিধিত্ব করে। উক্ত জাতীয় পর্যটন সংস্থাগুলোর সাথে যুক্ত ভাবে লুইস আরাইজু বর্তমান এই মহামারীর দুর্যোগপূর্ণ সময়ে ইউরোপিয়ান পর্যটন শিল্পের পুনর্গঠন করবেন। তিনি আশা করছেন ইউরোপিয়ান পর্যটনশিল্পকে ভবিষ্যতে টেকসই ডিজিটাল এবং স্থিতিশীল পর্যায়ে রূপান্তরের জন্য সোচ্চার থাকবেন।
‘তিনি বলেছেন আমি খুবই গর্বিত যে ট্যুরিজম ডে পর্তুগালের পক্ষে আমি ইউরোপিয়ান ট্রাভেল কমিশনকে নেতৃত্ব দিতে পারছি যখন ইউরোপিয়ান ট্যুরিজম একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি আরও জোর দিয়ে বলেন ইউরোপ এবং ইইউ এর পর্যটন খাতের দ্রুত এবং টেকসই পুনরুদ্ধারের পরিপ্রেক্ষিতে দেশগুলোর মধ্যে আরো ভালো সমন্বয়ের মাধ্যমে দৃঢ় সংকল্প নিশ্চিত করতে হবে।’
নবনির্বাচিত ইউরোপিয়ান ট্রাভেল কমিশনের প্রেসিডেন্ট জনাব লুইস আরাইজু পর্যটন শিল্পের ২০ বছরের বর্ণিল ক্যারিয়ারের অধিকারী, তিনি ২০১৬ সাল থেকে ট্যুরিজিম দে পর্তুগালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি পূর্বে পর্তুগিজ সেক্রেটারি অফ স্টেট টুরিজম-এর কেবিনেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাছাড়া পর্তুগালের সবচেয়ে বড় হোটেল চেইন পেস্তানা গ্রুপ যাদের পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় শতাধিক হোটেল রয়েছে এর বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সবশেষে আশা প্রকাশ করা হচ্ছে জনাব লুইস আরাইজু তার মেধা এবং অভিজ্ঞতার ভিত্তিতে পর্তুগাল তথা ইউরোপিয়ান ট্রাভেল কমিশন এর সুষ্ঠু দায়িত্ব পালনের মাধ্যমে ইউরোপের পর্যটন শিল্পকে নতুন আলোর সন্ধান দিবেন এবং স্থিতিশীল পর্যায়ে স্থাপন করবেন।
লেখক : সমাজকর্মী ও ফ্রিল্যান্সার সাংবাদিক।
