সরকারি অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তি সহজের দাবিতে বার্সেলোনায় অবস্থান ধর্মঘট

বিশ্ব বাংলা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:১৭:৪৭,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০২০স্পেনের কাতালোনিয়ায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তিতে চরম ভোগান্তির শিকার প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে বার্সেলোনার পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান ধর্মঘট করেছে।
গত ২৮ সেপ্টেম্বর সোমবার প্রায় শতাধিক প্রবাসী ও স্থানীয় মানবাধিকার কর্মীরা সমবেত হয়ে এই্ অবস্থান ধর্মঘট পালন করে।
ন্যাশনাল পুলিশ অফিসে রেসিডেন্ট কার্ড রিনিউর জন্যে অবেদন জমা দেয়া এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে চরম ভোগান্তির শিকার হওয়া প্রবাসীরা এই ধর্মঘটের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করে। সাম্প্রতিক সময়ের কভিড১৯ মহামারীর কারণে জমে থাকা সরকারি কাজকর্মে স্থবিরতার কারণে অ্যাপয়েন্ট প্রাপ্তিতে স্মরণকালের চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় প্রবাসীরা।
স্পেনের মানবাধিকার সংস্থা পাপেলেস পারা তোদোস এর উদ্যোগে অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তিতে দীর্ঘ সময়ক্ষেপণ বন্ধ ও সহজ করাসহ অন্যান্য সরকারি কাজে দীর্ঘসূত্রীতা নিরসনের দাবিতে আয়োজন করা উক্ত সমাবেশের সমন্বয়কের দায়িত্বে ছিলেন সংস্থার কর্মকর্তা এনরিকে, নরমা এবং বাংলাদেশি মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল।
প্রায় শতাধিক ভুক্তভোগী এ সময় ফেস্টুন হাতে নিয়ে এবং সরব কণ্ঠে শ্লোগান তুলে অ্যাপয়েন্টমেন্ট সহজ করো, করতে হবে বলে দাবী তুলে এবং পুলিশ সদরদপ্তরের সামনে অবস্থান নেয়। এই দাবির পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে বরাবরের মতো স্পেনে অবৈধদের বিনা শর্তে বৈধতা দেয়ার দাবিও উত্থাপন করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, কভিড মহামারীর শুরু থেকে সরকারী কার্যক্রমে স্থবিরতার আসার কারণে, অনেক প্রবাসীরা দিনরাত অনলাইনে চেষ্টা করেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। সুযোগ বুঝে স্থানীয় কিছু কিছু সাইবার ক্যাফেসহ কিছু কানসালটেন্সি প্রতিষ্ঠান অনলাইনে টিমওয়ার্ক করে ভুক্তভোগীদের নামের ওপর অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং তা ৫০ থেকে ২০০ ইউরো পর্যন্ত চড়া দামে বিক্রি করছে।
