বার্সেলোনায় বিএনপির বিজয় দিবস উদযাপন
বার্সেলোনা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১:৫৩:২৫,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২০মহান বিজয় দিবস উপলক্ষে কাতালনিয়া জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠন যৌথভাবে আয়োজন করে আলোচনা সভা।
এ উপলক্ষ্যে ২০ ডিসেম্বর, রবিবার বার্সেলোনার স্থানীয় বাংলা স্পাইসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের সভাপতি সফিউল আলম শফির সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক এম লায়েবুর রহমানের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কাতালোনিয়া বিএনপির সদস্য হারুন রশিদ, যুবদলের সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাসেম, বিএনপি নেতা জনি আহমেদ খান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পেনের সভাপতি হামিদ রুহেল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পেনের উপদেষ্ঠা খালেদ রহমান চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পেনের উপদেষ্ঠা ফয়সল আহমদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য আব্দুল বাসিত, বিএনপি নেতা জহির আহমদ, সুহেল আহমদ মোজাহিদ আলী, জুয়েল আহমদ, সুমন আহমদ, ইকরাম আহমদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে কাতালোনিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ইলিয়াস মুক্তি পরিষদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ স্পেনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার তাদের বিভিন্ন অপকর্মের কারণে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে তাই রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকার পতনে সকল জাতীয়তাবাদী নেতা কর্মিকে ঐক্যবদ্ধ হওয়ার আমন্ত্রন জানান অনুষ্ঠানে আগত বক্তারা।