ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম স্পেন-এর মহান একুশ পালিত
বিশ্ব-বাংলা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৫৮,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২১স্পেনের বার্সেলোনায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্মা নিবেদন করেছেন ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম স্পেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা রক্ষায় রাজপথে আন্দোলন করে বুকের রক্ত বিলিয়ে শহীদ হওয়া সালাম-বরকত-রফিক-শফিক-জব্বারসহ নাম না জানা শহীদদের আত্মত্যগ স্মরণ করে সংগঠনটি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে স্মরণ করে বার্সেলোনা পৌরসভার দেয়া স্মৃতিফলকে একুশের দিনে সংগঠনের সদস্যবৃন্দ প্লাসা পেদ্রোতে ফুল দেন।
কভিড১৯ মহামারীর কারণে স্বাস্থবিধি মেনে সর্বোচ্চ ৫ জনের বেশি অনুমতি না থাকায় সংগঠটি তাদের নিয়ন্ত্রিত পরিবেশ বজায় রেখে স্বল্প সংখ্যক সদস্য নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খাদিজা আক্তার মনিকা, সাধারণ সম্পাদক নুরে আমিন টোকন, সাংগঠনিক সম্পাদক গাজী আনোয়ারুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ারুল হক অংকুর, সদস্য রুবেল এবং উপদেষ্টা কামরুল মোহাম্মদ।
–সংবাদ বিজ্ঞপ্তি।