ভ্রমনকারীদের জন্যে ইউরোপিয় ইউনিয়নের বিশেষ ভ্যাকসিন পাসপোর্টের উদ্যোগ

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৪:১৫,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২১কভিড১৯ মাহামারীতে পর্যটকদের গ্রীষ্মকালীন চলাফেরা সহজতর করতে ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট চালুর উদ্যোগ নেবার কথা ঘোষণা করেছে।
ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে এই সিদ্ধান্তের কথা প্রথম ঘোষণা করলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তিনি ইউনিয়নভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রপ্রধানদের ভিডিও কনফারেন্সে এ বিষয় নিয়ে বলেন। মের্কেল বলেন, ”আমরা সবাই এই বিষয়ে একমত যে, টিকার জন্যে একটি ডিজিটাল সার্টিফিকেট দরকার।
স্পেনসহ ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে পর্যটন শিল্পকে পুনরায় সবল করতে এবং এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন চাপ প্রয়োগ করে আসছিল।
তবে রাজনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে এখনো এ বিষয়ে অনেক ধোঁয়াশা রয়ে গেছে। প্রশ্ন থেকে যাচ্ছে, মূলত কোন কারণে ও কীভাবে এই পাসপোর্টটি ব্যবহৃত হবে?
এছাড়া ইউরোপের অনেক দেশের সাধারণ মানুষ এখনো কভিডের ভ্যাকসিন পায়নি। আবার অনেকের ভেতরে আছে ভ্যাকসিন নেবার ক্ষেত্রে অনিচ্ছা। এছাড়া এখনো বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারেনি যে, কভিডের ভ্যাকসিন নেয়া ব্যক্তি পুনরায় সংক্রমিত হবেন না।
তথাপিও ইউরোপিয় কমিশন বিষয়গুলো চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে, পরবর্তী তিনমাসের মধ্যে ইউরোপের প্রতিটি দেশে এই বিশেষ ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেটের কার্যকারিতা নিশ্চিত করবে। এই বিশেষ সার্টিফিকেটে পাসপোর্ট বহনকারী যে টিকা নিয়েছেন, অথবা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় শরীরে যে অ্যান্টিভাইরাস তৈরি হয়েছে এর বিস্তারিত বর্ণনা থাকবে।
