সদ্য প্রয়াত এমপি কয়েসের রুহের মাগফিরাত কামনা করে বার্সেলোনায় দোয়া ও মিলাদ মাহফিল
এম. লায়েবুর রহমান
প্রকাশিত হয়েছে : ৩:০৫:০৫,অপরাহ্ন ১৯ মার্চ ২০২১স্পেনে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি বার্সেলোনার উদ্যোগে সিলেট ৩ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বার্সেলোনার শাহজালাল জামে মসজিদে বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হওয়া এ মাহফিল পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন এবং হাফেজ মাওলানা আফজাল হোসেন।
মাহফিলে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির মো. কামরুজ্জামান কামরুল, জসিম উদ্দিন, শাহ রবিউল হুসাইন, মুজিবুল ইসলাম জুমন, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, আবুল হাসনাত, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, শাহজালাল জামে মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের আব্দুল বাসিত কয়ছর, কুলাউড়া ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু নিয়াজী, কমিউনিটি ব্যক্তিত্ব তুতিউর রহমান, এলাইচ মিয়া, সিদ্দিকুর রহমান সহ স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্থরের মুসল্লীগন।
এসময় সদ্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির রোহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারকে ধর্য্য ধারণের ক্ষমতা প্রদানের জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও মাহফিলে ফেঞ্চুগঞ্জের অন্যতম সংগঠক আলহাজ আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনা করে দোয়াও করা হয়।