ফেসবুকের বিরুদ্ধে মামলা

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:৪৫,অপরাহ্ন ২৩ মার্চ ২০২১গণমাধ্যম নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং করোনাভাইরাসের ব্যাপারে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ফ্রান্সের একটি আদালতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্বের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এই মামলা করেছে বলে মঙ্গলবার জানিয়েছে রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই জায়ান্ট কোম্পানির পরিষেবা নিয়ে বিশ্বজুড়ে যখন এক প্রকার লড়াই চলছে, তখন এই মামলা করলো আরএসএফ। গণমাধ্যমের এই পর্যবেক্ষক সংস্থা বলেছে, ভ্যাকসিন ষড়যন্ত্র তত্ত্ব-সহ করোনাভাইরাস নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে ফেসবুক।
আরএসএফ বলছে, ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো, টেলিভিশন অনুষ্ঠান কুওটিডিয়েন এবং আঞ্চলিক সংবাদপত্র এল’ইউনিয়নকে নিয়ে অপমানজনক এবং হুমকিমূলক অনেক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমটিতে অবাধে পোস্ট করা হয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং মিথ্যা তথ্য ঠেকাতে কোনও ধরনের ব্যবস্থা নেয়নি ফেসবুক।
সোমবার প্যারিসের সরকারি কৌশুলির কাছে এই মামলা করেছে আরএসএফ। প্যারিসভিত্তিক এই সংগঠন বলেছে, বিশেষজ্ঞদের বিশ্লেষণ, ব্যক্তিগত মতামত এবং ফেসবুকের সাবেক কর্মীদের মন্তব্যে দেখা যায় ফেসবুক মিথ্যা তথ্য এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দেয়; যা ফেসবুকের পরিষেবা এবং বিজ্ঞাপন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
এই মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিকর কনটেন্টের বিষয়ে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিদ্বেষমূলক বক্তব্য এবং মিথ্যা তথ্যের বিরুদ্ধে তীব্র লড়াই জারি রেখেছে তারা।
