স্পেনে বসন্ত উৎসবের আয়োজন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:০৯:৪২,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২১স্পেনের বার্সেলোনায় বন্ধু সুলভ মহিলা সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। রবিবার (৪ এপ্রিল) স্থানীয় ত্রিনিদাদ ভেইয়্যা পার্কে দূপুর থেকে শুরু হওয়া এ উৎসবে বাংলাদেশীদের উপস্থিতিতে হয়ে উঠে প্রানবন্ত মিলন মেলা।
বাংলাদেশী কমিউনিটির শতাধিক নারী-পুরুষ, শিশু-কিশোরদের উপস্থিতিতে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় দেশীয় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা। এ সময় খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কৃতও করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। উৎসবের সমাপ্তি হয় বিকেল ৬ ঘটিকায়।
আয়োজক সংগঠন বন্ধু সুলভ মহিলা সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিউলী আক্তার, দিলরুবা আফরোজ, জেমি আহেমেদ, ইফাত, বেলি ,লাবীবা, তাহামিনা আমিন, জান্নাতুল ফেরদৌস নিগার, সায়মা ইসলাম প্রমূখ ।
অন্যানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান কামরুল, কমিউনিটি নেতা নাজমুল আলম শফিক, মুখলেছুর রহমান নাসিম, কাজী আমির হোসেন আমু, কয়েস খান, জাফর হোসেন, উজ্জল হাসান প্রমুখ।
সংগঠনের সভাপতি শিউলী আক্তার অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি উল্লেখ করেন করোনা মহামারিতে প্রায় সকল ধরনের অনুষ্ঠান করা থেকে বিরত ছিলাম কিন্তু এবার সামান্য সুযোগ পাওয়াতে সকলে মিলে একটু আনন্দ ভাগাভাগি করার চেষ্ঠা করিছি এ উৎসব আয়োজনের মাধ্যমে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অতিতের ন্যায় আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবো।