স্পেনে বাঙালী মালিকানাধীন ইউরো বাংলা সুপার শপের উদ্বোধন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:০০:০২,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২১স্পেনের রাজধানী মাদ্রিদের পার্শবর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকা সানক্রিস্টোবালে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন “ইউরো বাংলা সুপার শপ”। এ উপলক্ষে গত শুক্রবার ইউরো বাংলা সুপার শপের স্বত্বাধিকারী ব্যাবসায়ী বদরুল কামালী, প্রতিষ্ঠানের সাফল্য কামনায় দোয়ার আয়োজন করেন।
মোনাজাত পরিচালনা করেন সানক্রিস্টোবাল বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুসসালাম। এরপর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ‘ইউরো বাংলা সুপার শপের’ উদ্বোধন করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী ব্যাবসায়ী বদরুল কামালী। তিনি বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এ প্রতিষ্ঠান চালানো যাবেনা। প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করেই আমি শপ শুরু করেছি। বাংলাদেশী শাক সবজি সহ সব ধরনের নিত্যপ্রয়জোনীয় সামগ্রী এখানে পাওয়া যাবে।
এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সানক্রিস্টোবাল বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, প্রতিষ্ঠানের সহ পরিচালক রাহি রেজা আহমেদ প্রমুখ।