উদ্দেশ্য হত্যা ছিল না, ছিল ছিনতাই

বিশ্ববাংলা প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:১১,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২১তিন আসামী স্বীকার করলেন জোর করায় ছুরিকাঘাত করেছি। উদ্দেশ্য হত্যা নয় আদালতকে ছিনতাইকারীরা এমন জবানবন্দি দেন। ভৈরবের ব্যবসায়ী ফারুক খাঁনকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিন ছিনতাইকারী রোববার ১৮ এপ্রিল সন্ধ্যার পর কিশোরগন্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট বিচারক এ এস এম আনিছুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তারা স্বীকারোক্তিমূলক অপরাধ স্বীকার করেন।অপরাধীরা হলেন রাসেল (২৫), রায়হান (১৯) এবং রুবিন (২৮)। আদালতে তারা জবানবন্দিতে বলেন, ঘটনার দিন গত শুক্রবার ছিনতাইয়ের উদ্যেশে ফারুক খাঁনের মোবাইল ও পকেটের টাকা জোর করে নিতে চেয়েছিল। হত্যা করার উদ্যেশ্য ছিলনা তাদের।
ঘটনার সময় ফারুক খাঁন তাদের একজনকে ঝাপটে ধরলে তারা তাকে ছুরিকাঘাত করার পর তারা পালিয়ে যায় ছুরিকাঘাতের কারনে ফারক খাঁনের মৃত্যু হয়। এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান,গত শুক্রবার তিনজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফারুক খাঁন নিহত হয়।
পরেরদিন শনিবার রাত ৯ টায় তিনজনকে শহরের বঙ্গবন্ধু স্মরণি থেকে গ্রেফতার করে পুলিশ। তারা পুলিশের কাছে তাদের অপরাধের কথা স্বীকার করে। গতকাল রোববার তারা সন্ধ্যার পর রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত কিশোরগন্জের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করে।
