প্রবাসীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ১৪ দিন থেকে কমিয়ে ৩ দিন
মোস্তাক আলী বেগম
প্রকাশিত হয়েছে : ৪:১৭:২৩,অপরাহ্ন ২১ জুন ২০২১প্রবাসীদের বাংলাদেশে আসার পর কোয়ারেন্টাইনের সময়সীমা প্রাতিষ্ঠানিকভাবে ১৪ থেকে কমিয়ে ৩ দিন বাধ্যতামূলক করা হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে। ২৪ এপ্রিল শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, আন্তঃমন্ত্রণালয়ের সভায় প্রাথমিকভাবে পাঁচ দিনের কোয়ারেন্টাইনের আলোচনা হলেও ৩ দিনের কোয়ারেন্টাইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইনগামী প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে।’
বেবিচক সূত্রে জানা গেছে, আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রবাসীদের মধ্যে যেসব যাত্রী করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকবে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে।
আর যেসব যাত্রী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন অথবা এখনো টিকা নেননি এবং সাথে করে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আসবেন, শুধু তাদেরই ৩ দিনের জন্যে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষ হবার পর (৩দিনের) কভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে বাকি ১১ দিন তাদের বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বেবিচক জানিয়েছে, উত্তরার ব্র্যাক ট্রেনিং সেন্টারে সশস্ত্র বাহিনী বিভাগ ৬০০ সিটের সুবিধাসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার করবে। পাশাপাশি সারাদেশে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ধারণক্ষমতা চার হাজার সিটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।
গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ঘোষণা অনুযায়ী বিদেশ থেকে আসা যাত্রীদের হোটেলে নিজ খরচে ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক করা হয়। তবে বিদেশ থেকে আগতরা যাত্রীরা হোটেল বুকিং দিয়ে বাংলাদেশে আসলেও, দেশে পা ফেলার পর হোটেলে রুমের বেশি ভাড়ার অজুহাতে সেখানে থাকতে চান না। এ জন্যে পরে অনেককে পরে কর্তৃপক্ষ নির্ধারিত হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে প্রবাসীদের চাপ বেড়ে যাওয়ায় কোয়ারেন্টাইন কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবের প্রেক্ষিতে ১৪ দিন থেকে কমিয়ে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন ৩ দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।