ইউরোপে ২০২০ সালের এসাইলাম আবেদনের এর চিত্র
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:৪০,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২১ইউরোপীয় ইউনিয়নের হিসেব অনুযায়ী ২০২০ সালে ২ লক্ষ ৮০ হাজার বিদেশি নাগরিক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয়ের আবেদন করেছেন।
এদের মধ্যে এক লক্ষ ২৭ হাজার ৭০০ জনকে শরণার্থী হিসেবে এবং ৮০ হাজার ৭০০ জনকে মানবিক কারণে, ৭২ হাজার ৬০০ জনকে সহায়ক সুরক্ষা হিসেবে আশ্রয় দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়গ্রহণকারীদের মধ্যে ৯৮ হাজার জার্মানিতে আশ্রয় গ্রহণ করেছেন যা সর্বমোট হিসেবে প্রায় ৩৫ শতাংশ, দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেনে ৫১ হাজার ২০০ জন , গ্রিসে ৩৫ হাজার ৪০০ জন, ফ্রান্সে ২৯ হাজার ৪০০ জন, ইতালিতে ২১ হাজার ৩০০ জন।
এই আবেদনের মধ্যে ৭৪ হাজার ৭০০ শত জনই হচ্ছে সিরিয়ার নাগরিক এবং এদের ৬০% ই জার্মানিতে আবেদন করেছেন। দ্বিতীয় অবস্থানে ৪৭ হাজার ১০০ জন ভেনিজুয়েলান যাদের ৯৬% স্পেনে অপরদিকে দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানে ৪২ হাজার ২০০ জন নাগরিক এর ৩৫ শতাংশই জার্মানিতে আশ্রয়ের আবেদন করেছেন।
গত ২০২০ সালে ইউরোপিয়ান ইউনিয়নে আশ্রয়প্রার্থী ২০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭ তম তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়, প্রথমে রয়েছে আফগানিস্তান এবং দ্বিতীয় পাকিস্তান। আশ্রয় আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৭তম হলেও চূড়ান্তভাবে খুব কম সংখ্যক বাংলাদেশী বসবাসের সুযোগ পান।