পর্তুগালে ২৫ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:২৪:৩৬,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২১পর্তুগালে ১৯৭৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চার দশকেরও বেশি সময় ধরে চলা স্বৈরশাসনের পতন ঘটানোর মাধ্যমে ২৫ এপ্রিল গণতন্ত্র মুক্তির আন্দোলনে ঐদিন সামরিক ব্যক্তিদের সাথে সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করে এবং সামরিক বাহিনীর রাইফেলের মাথায় কার্নেশন ফুল গুঁজে দেয় সামরিক উঁচিয়ে স্বাধীনতার আনন্দ উদযাপন করেন তাই একে কার্নেশন বিপ্লব হিসেবেও আখ্যায়িত করেন।
সিদ্ধান্তহীনতায় এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় আয়োজন হিসেবে দিনের শুরুতে জাতীয় সংসদের স্পেশাল অধিবেশনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ সকল রাজনৈতিক দলের প্রধান গণতন্ত্রের গুরুত্ব এবং বিগত বছর গুলির প্রাপ্তি-অপ্রাপ্ত ছাড়াও অর্থনৈতিক উন্নতি কল্পে সকল দল মত নির্বিশেষে একাত্ম ভূমিকা পালন করার উপায় গুরুত্ব আরোপ করেন।
পর্তুগালের রাজধানীর লিসবনের সুশোভিত প্রধান সড়ক এবং উক্ত বিপ্লবের স্মৃতি বিজড়িত সড়ক স্বাধীনতা স্বরণীতে (এভিনিদা ডে লিবারদাদ) বিপ্লবে অংশগ্রহণকারী জাতীয় বীরদের সম্মান জানাতে হাজার হাজার লোক রেলিতে অংশগ্রহণ করে এবং রাষ্ট্রীয়ভাবে কুচকাওয়াজ এবং বিভিন্ন আয়োজনের করা হয়ে থাকে
সাধারণ সময়ের চেয়ে কম উপস্থিতি নিয়ে এবার স্বাস্থ্যবিধি মেনে হাজার হাজার লোক উক্ত স্বাধীনতা সরণিতে জড়ো হয়। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে দুটি রেলি আয়োজন করা হয়। উক্ত রেলিতে জনগণ গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে বিভিন্ন প্লাকার্ড ফেস্টুন এবং দেশের জাতীয় পতাকা নিয়ে – স্বাধীনতা মানে অন্ন বস্ত্রের অধিকার, স্বাধীনতা মানে শিক্ষা চিকিৎসা অধিকার, ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্রের জয় হোক, স্বাধীনতা সব সময় জীবিত, আন্দোলন চলছে ইত্যাদি স্লোগানে মুখরিত করে রাখেন।
