ভারত সঙ্কটে সহযোগিতার হাত বাড়ালো ইউরোপীয় ইউনিয়ন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:২৫:৫০,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২১বিশ্বে করোনা মহামারী সংকটে বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত, ভারতের প্রধানমন্ত্রী বিশ্ববাসীর কাছে সাহায্য চেয়েছেন এরই ধারাবাহিকতায় হাত বাড়িয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জার্মানি। রবিবার ইইউ-এর দুর্যোগ মোকাবেলা বিভাগের কমিশনার জানেজ লেনাচিচ জানিয়েছেন, ভারতের কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেন এবং ওষুধ পাঠানোর বন্দোবস্ত করবে ইউ-এর সদস্য দেশগুলি।
টুইটারে লেনাচিচ লিখেছেন, ‘ভারতের অনুরোধে ইইউ সে দেশের মানুষদের জন্য সমস্ত রকমের সাহায্যের বন্দোবস্ত করা হবে’। অক্সিজেন ও করোনার ওষুধ দ্রুত এ দেশে পাঠাতে ইতিমধ্যেই ইইউ-এর সদস্য দেশগুলির সঙ্গে সমন্বয় করা শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে জনবহুল এই দেশটির সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যা দৈনিক আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। ওই সময়ের মধ্যে ২ হাজার ৭৬৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এই সংখ্যাও ১ দিনের মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। আক্রান্তদের চিকিৎসায় দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত— সর্বত্রই অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে সাহায্যের বার্তা পাঠিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। অথচ গত সপ্তাহে করোনার টিকা সরবরাহ করা নিয়ে মোদী সরকারের সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি। তবে ভারতের বর্তমান করুন করোনা পরিস্থিতিতে সেই জার্মান চ্যান্সেলরও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে ক্ষমতাসীন সরকারের অব্যবস্থাপনার জন্য দেশের এই করুণ পরিণতি সৃষ্টি হয়েছে, পুরো বিশ্ব যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন আয়োজন স্থগিত রেখেছে অন্যদিকে ভারত নির্বাচন এবং আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছে তাছাড়া লকডাউন নিয়ে চলেছে গরিমসি। বেশিরভাগই জনগণ মনে করেন বর্তমান পরিস্থিতির মোদি সরকারকেই নিতে হবে।
