প্রথমবারের মতো পর্তুগালে ভ্যাকসিন উৎপাদন হতে যাচ্ছে

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫০:৫৪,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২১করোনা মহামারী বিশ্বের প্রতিটি দেশের সরকারকে বুঝিয়ে দিয়েছে স্বাস্থ্যখাত কতটা গুরুত্বপূর্ণ এবং এই খাতে বিনিয়োগ প্রয়োজন। এই ধারাবাহিকতায় পর্তুগাল সরকার ১১ টি দেশের ৪০ টি শীর্ষ কোম্পানির সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। যদিও পর্তুগাল ভ্যাকসিন প্রস্তুত করার সহযোগী হিসেবে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছে তবে এটি পর্তুগালের সর্বপ্রথম ভ্যাকসিন প্রস্তুতকারী কারখানা স্থাপিত হচ্ছে।
পর্তুগালের উত্তরের জেলা ভিয়েনা কাস্টেলো এর পারেদেস দে কোরা নামক অঞ্চলে স্প্যানিশ ফার্মাসিটিক্যালস কোম্পানি জেন্ডাল এই কারখানা নির্মাণ করছে। চলতি বছরের ডিসেম্বর থেকে কারখানাটি ভ্যাকসিন প্রস্তুত করতে পারবে।
গত ২২ শে এপ্রিল প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা উক্ত নির্মাণাধীন ভ্যাকসিন কারখানাযর কাজের অগ্রগতি পরিদর্শন করেন এমন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান যে, এই মহামারীটি প্রমাণ করেছে যে, ভ্যাকসিনের জন্য সদিচ্ছা থাকা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে টিকা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হ’ল উৎপাদন ক্ষমতা। ইউরোপের ভ্যাকসিন তৈরির সীমিত ক্ষমতা রয়েছে যা একটি বিশাল দুর্বলতা।
তিনি আরো বলেন “এটি সবার জন্য এক বিরাট ধাক্কা, এটা ভাবা যে আমরা সবচেয়ে উন্নত মহাদেশে বাস করি এবং কোভিড -১৯ এর মতো ভাইরাসের ঝুঁকিতে পরি তখন আমাদের জীবন ও মৃত্যুর মধ্যে বাধা তৈরি করার ক্ষমতা নেই”।
বর্তমান মহামারীর প্রেক্ষাপটে এটি কি কার্যকর ভূমিকা পালন করবে? তার উত্তরে প্রধানমন্ত্রী বলেন- যদিও, “এই কারখানাটির নির্মাণ শেষ হওয়ার আগেই আমরা সম্ভবত মহামারীটিকে পরাজিত করব, বর্তমান মহামারীর কারণে এই বিনিয়োগের কথা ভাবা হয়নি যদি কোন কারণে ভবিষ্যতে নতুন কোনো মহামারী বিস্তার ঘটে তাহলে আমাদের ইউরোপে আরো একটি স্থান বাড়ল সেই মহামারীকে মোকাবেলা করার জন্য।
