অক্সিমিটার করোনাকালে জরুরী এক ক্ষুদ্র যন্ত্র
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২১:০৬,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২৪করোনা মহামারীতে আমরা যে জিনিসটি সবচেয়ে বেশি দেখছি যে অক্সিজেন স্বল্পতায় অর্থাৎ করোনাভাইরাস ফুসফুস আক্রমণ করার কারণে আক্রান্ত ব্যক্তির অক্সিজেনের সমস্যা হয় তাই আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ কেমন রয়েছে তা নির্ণয় করা খুবই জরুরী আর এই ক্ষুদ্র যন্ত্র দিয়ে আপনি আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ জানতে পারবেন।
পালস অক্সিমিটার হল একটি ছোট যন্ত্র যেটা একটা কাপড়ের ক্লিপের মতো দেখতে। এই ক্ষুদ্র যন্ত্রটি হাতের একটা আঙুল ঢুকিয়ে রাখার জায়গা রয়েছে। যার সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কেমন তা ছোট স্ক্রিনে ফুটে উঠবে । বেশিরভাগ সুস্থ মানুষদের শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশের ওপরে থাকে। আর যাদের শরীরে কিছু স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তাদের ৯৫ শতাংশের নিচে নামতে শুরু করে। সেক্ষেত্রে রোগীর চিকিৎসার প্রয়োজন রয়েছে। এছাড়াও ক্ষুদ্র যন্ত্রটি প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বিটের মধ্যে একজন সুস্থ ব্যক্তির জন্য হৃদস্পন্দনের মাপ দেখাতে পারে। তবে শ্বাসকষ্ট যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তাহলে অবশ্যই হাসপাতালে যেতে হবে। এছাড়াও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কেন এটা আপনার প্রয়োজন?
বাড়িতে পালস অক্সিমিটার রাখা আপনার জন্য নিরাপদ, কারণ এই মহামারী সময়ে নিজের শরীরে অক্সিজেন লেভেল আপনি সহজেই দেখে নিতে পারবেন। আর যদি শরীরে অক্সিজেনের ঘাটতি দেখেন তাহলে তাড়াতাড়ি চিকিৎসকের কাছ থেকে সাহায্য নিতে পারেন। এটি বর্তমানে খুবই সহজলভ্য আপনি বিভিন্ন অনলাইন স্টোর পাশের ফার্মেসি থেকে এই যন্ত্রটি খুব স্বল্প দামে ক্রয় করতে পারবেন যা আপনাকে এবং আপনার পরিবারকে স্বাস্থ্যঝুঁকি হাত থেকে রক্ষা করবে।