বার্সেলোনা মহানগর বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১:৫৬:০৭,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্পেনের বার্সেলোনা মহানগর বিএনপি একটি দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানটি ২৯শে জানুয়ারী, বুধবার বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর আলম।
এসময় উপস্থিত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সভাপতি মনোয়ার পাশা। এছাড়াও উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, বিএনপির উপদেষ্টা ফয়জুর রহমান মাসুক, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, মহানগর বিএনপির উপদেষ্টা শাহ আব্দুল কাদির।
আরিফুল ইসলাম সুমনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্পেন দক্ষিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্কাস মিয়া, সদস্য সচিব এ আর লিটু, বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মইনুদ্দীন আহমদ ফুহাদ, সদস্য সচিব মো. সালাউদ্দীন ভূঁইয়া তুষার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তুহিন, এবং মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলী আসকর প্রমুখ।
শেষাংশে নবগঠিত বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে বরন করেনেন উপস্থিত নেতৃবৃন্দ।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
