করোনায় ভারতে মৃত্যু ২ লাখ অতিক্রম
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:২৯:৫৫,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২১বিশ্ব মহামারি করোনাভাইরাসে দৈনিক কেড়ে নিচ্ছে কতশত প্রান। এরইমধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে এক টালমাটাল পরিস্থিতি।
এরই মধ্যে দেশটিতে এই মহামারিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টার হিসেবে ভারতে নতুন করে মারা গেছে ৩ হাজার ২৮৫ জন। তবে দেশটির গণমাধ্যম এ সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে।
এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৯০২ জন । ভারতে এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ১ হাজার ১৬৫ জন।
দেশটিতে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে। সেখানে নেই পর্যাপ্ত আইসিইউ, এছাড়া কোন বেডও খালি পাওয়া যাচ্ছে না।
অক্সিজেনের অভাবে চোখের সামনে ছটফট করতে করতে মারা যাচ্ছেন আপনজন।
ভারতীয় গণমাধ্যম বলছে, সেই সিপাহী বিদ্রোহের পর উর্দু ভাষার অন্যতম কবি মির্জা আসাদুল্লা খান গালিব তার দিনলিপিতে দিল্লি নগরীকে ‘মৃত্যুর শহর’ বলে উল্লেখ করেছিলেন। কবি মির্জা গালিবের দেখা দিল্লি যেন এক মৃত্যুপুরী।