পর্তুগালে রোগীর জন্য আধুনিক অ্যাম্বুলেন্সের দাবিতে জরুরী স্বাস্থ্যসেবা কর্মীদের বিক্ষোভ
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২১:৩৯,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২১পর্তুগালের (ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল ইমার্জেন্সি – আই এন ই এম) জাতীয় জরুরী স্বাস্থ্য সেবা কর্মীদের সংগঠন সিন্ডিকাটো ডোস টেকনিকো ডে ইমার্জেন্সিয়া প্রি হসপিটালার এর উদ্যোগে তাদের অধিকার এবং দাবি আদায়ের জন্য রাজধানী লিসবনে একটি বিক্ষোভ রেলি আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিল এর মাধ্যমে পেশাজীবীরা তাদের অধিকার গুলো তুলে ধরেন যেমন : কাজের পরিবেশ উন্নত করুন, অ্যাম্বুলেন্সের অত্যাধুনিককরণ, কর্মীদেরকে উচ্চ প্রশিক্ষণ এবং বেতন-ভাতা বৃদ্ধির জন্য এই বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ এ অংশগ্রহণকারী জরুরী বিভাগে কর্মরত জনাব রুই ক্রুজ প্রতিবেদককে জানান – “রোগীকে জরুরি সেবা দেওয়ার জন্য আমাদের অ্যাম্বুলেন্স গুলির আধুনিকীকরণ করা প্রয়োজন তাছাড়া আমাদের বেতন আমাদের জীবন যাত্রার মান অনুযায়ী অনেক কম তাছাড়া আমি বেশ কিছু বছর যাবৎ একই অবস্থায় আছি নেই কোনো প্রমোশন বা বেতন বৃদ্ধি”।
উচ্চ সংক্রমণে মহামারীর সময় কর্ম পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান ” বর্তমানে পর্তুগাল মহামারীতে ভালো অবস্থানে রয়েছে তবে যখন আমরা খারাপ সময় পার করছিলাম তখন এমনও সময় গেছে সপ্তাহের সাত দিন এবং বিরতিহীন ভাবে এমনকি নিজেদের সুরক্ষা উপকরণ ব্যতীত কাজ করতে হয়েছে তবে সে কারণে আমরা দাবি দাওয়া করছি না কারণ একটি খারাপ সময় আমরা চেষ্টা করেছি আমাদের মত সহযোগিতা করার জন্য। তবে দীর্ঘদিন যাবত এই আমাদের দিকে সরকারের নজর নেই আমরা মানসিকভাবে বিপর্যস্ত কেননা আমাদের জীবন যাত্রার মান থেমে আছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করার জন্যই আমাদের এই বিক্ষোভ সমাবেশ”।
তবে অভূতপূর্ব এক দৃশ্য দেখা গেছে এ বিক্ষোভ চলাকালে যখন তারা বিক্ষোভ করেছিলেন তারই পিছন দিক থেক দিয়ে একটি অ্যাম্বুলেন্স (রোগীসহ)এসে হাজির হয়েছে সাইরেন বাজাতে বাজাতে এবং তারা সবাই সরে গিয়ে দ্রুত এম্বুলেন্স কে পার করে দিয়েছিলেন এবং হাত উচিয়ে এবং স্লোগানে বাহবা দিচ্ছিলেন দায়িত্বরত সহকর্মীদের। উল্লেখ্য যে সকল ব্যক্তিবর্গ বিক্ষোভ অংশ নিয়েছিলেন তারা তাদের অবসর সময়ে এ আয়োজন এর সাথে যুক্ত হয়েছেন অর্থাৎ কেউ দায়িত্ব ছেড়ে বা কাজ ছেড়ে বিক্ষোভে অংশ গ্রহণ করেননি।
বিক্ষোভ মিছিলটি নিরাপত্তাকর্মীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পর্তুগাল সরকারের মর্ডানাইজেশন মন্ত্রণালয়ের সামনে থেকে শুরু হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের স্মারকলিপি প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণভাবেই সমাপ্তি ঘটে।