ইতালিতে করোনার মধ্যে খোলা মাঠে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:৪৮,অপরাহ্ন ১০ মে ২০২১
ইতালি রোমে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিপন আহমেদ খান ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জুর আহবানে রোববার ২ মে স্থানীয় সময় সন্ধ্যায় লারগো প্রেনেসতে নামক খোলা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।করোনা উপেক্ষা করে সরকারের স্বাস্থ্য বিধি মেনে প্রবাসী বাংলাদেশি,সাংবাদিক,বিভিন্ন জেলা সমিতির নেতৃস্থানীয়সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বহুল আলোচিত ইফতারে অংশগ্রহণ করেন।

তাকওযা অর্থাৎ ভয়। এই মাসে আল্লাহকে খুব বেশি করে কাছে পেতে সহজ হয়। নিজেকে সুদরানো যায় এবাদত করে। এছাড়া রমজানে পথভ্রষ্ট রাস্তা থেকে নিজেকে পরিচ্ছন্ন সরল রাস্তায় রাখার চেষ্টা করা। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতে বিশ্ব উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদ এ উম্মাহ্ খতিব মাওলানা রহমত উল্লাহ কাশেমী ও মসজিদে রোম এর খতিব হাফেজ আল ফারুক। দোয়া মাহফিলে সাংবাদিক,সামাজিক রাজনৈতিক, আঞ্চলিক সমিতির ব্যক্তিবর্গ,ইতালিয়ান মুসলিমসহ কয়েক শতাদিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়।
