ইউরোপে সাংবাদিকতায় কর্মসংস্থান হ্রাস পাচ্ছে
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:১১,অপরাহ্ন ০৪ মে ২০২১গত ১০ বছরে মধ্যে ২০২০ সালে ইউরোপের সংবাদ কর্মীদের কর্মসংস্থান সর্বোচ্চ হ্রাস পেয়েছে । ইউরোপিয়ান মোট কর্মসংস্থানের সাংবাদিকতার ও প্রকাশনা শিল্পের সাথে জড়িত ছিলেন মাত্র ০.৪০ শতাংশ পেশাজীবী যা গত ২০১৯ সালের তুলনায় ০.১৫ শতাংশ কম।
২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশে শিল্পে জড়িত ছিলেন ১০ লক্ষ ৯৩ হাজার ৫ শত জন কর্মী অথচ ২০২০ সালে তা নেমে এসেছে ৭ লক্ষ ৮৮ হাজার ৯ শততে। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছরে দ্বিতীয় সর্বনিম্ন সংখ্যা ছিল ২০১৪ সালে ০.৪৯ শতাংশ যা ২০২০ সালের চেয়েও ০.০৯ শতাংশ বেশি।
হিসেব অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সুইডেনে মোট কর্মসংস্থানের সর্বোচ্চসংখ্যক (৪১ হাজার ১ শত) ০.৮১ শতাংশ সাংবাদিক এবং প্রকাশনা শিল্পের সাথে যুক্ত রয়েছেন অতঃপর ফিনল্যান্ড ০.৬৫ শতাংশ ডেনমার্ক ০.৬১ শতাংশ, জার্মানি ০.৫৮ শতাংশ, ফ্রান্স ০.৫৩ শতাংশ।
অপরদিকে উক্ত কর্মসংস্থানে সবচেয়ে কম সংখ্যক পেশাজীবী যে দেশগুলোতে রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া ০.১৫ শতাংশ। আইবেরিয়ান পেনিনসুলার দুটি দেশ স্পেনে ০.২৯ শতাংশ এবং পর্তুগালে ০.২৩ তাছাড়া উক্ত দুই দেশের সাথে ঐতিহ্যগত ভাবে সামঞ্জস্যপূর্ণ ইতালিতে ০.২৭ শতাংশ মোট কর্মসংস্থানের অংশ হিসেবে প্রকাশনা শিল্পের সাথে জড়িত রয়েছেন।