স্পেনের গির্জায় চলছে ইফতারের আয়োজন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩৯:৩৬,অপরাহ্ন ০৫ মে ২০২১স্পেনের বার্সেলোনার গির্জা শান্তা আনা’য় রমজানের প্রতিদিনই চলছে ইফতার পরিবেশনের আয়োজন, সাথে প্রকাশ্যে ইফতারের সময় দেয়া হচ্ছে আজান। বিশেষ যৌক্তিক অনুরোধে এবং মানবতার কল্যানে বৃহৎ এ গির্জাটি নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দিয়েছেন কর্তৃপক্ষ। মহামারি করোনার প্রকোপে একসাথে লোক সমাগমের উপর দেশটিতে কঠোর আইনি বিধি নিষেধ থাকায় মুসলমানরা পারছেন না মসজিদে বা রেস্তোরাঁয় বসে ইফতার করতে।
বার্সেলোনার রাভাল জোনের রমজান সেলিব্রেটি সেফ এবং মারোক্ষিন মহিলা এ্যাসোসিয়েশনের সভাপতি ফাউজিয়া চাতি’র আবেদনের প্রেক্ষিতেই গির্জা শান্তা আনার পাদ্রি পেইও সানচেজ মানবিক বিবেচনায় ইফতারের জন্য উন্মুক্ত করে দেন গির্জাটি, যার ফলে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনই বিনামূল্যে ইফতারে অংশগ্রহন করেন অর্ধশতাধিক মুসলমান। আয়োজকরা ইফতারে অংশগ্রহনকারীদের শারীরিক তাপমাত্রা মেপে শারিবদ্ধ করে তারপর পরিবেশন করছেন হারিরা, সোপ সহ মরোক্ষের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। আর এ খাবারগুলো ফাইজিয়া নিজ হাতে প্রতিদিনই দুপুর থেকে তৈরি করতে শুরু করেন।
গির্জাটির পাদ্রি পেইও সানচেজ উদাহরণ দিয়ে বলেন, যেখানে বিশ্বের বড়বড় রাজনীতিবিদরা বিভিন্ন ইস্যু সমাধানে কাজ করেন তেমনই আমরাও মানবতার কল্যানে সামান্য অবদান রাখার চেষ্ঠা করছি। তার এ মহানুভবতাকে মুসলমান ছাড়াও সাধুবাদ জানাচ্ছেন বিভিন্ন ধর্মালম্বিরা। তিনি আরো উল্লেখ করেন, যেহেতু এখানে প্রতিদিনই অনেক মানুষ খেতে আসে সেখানে মুসলমানদের ইফতার করাতে কোন অসুবিধা নেই।