পর্তুগালে আগামী সপ্তাহ থেকে গতি আসছে ভ্যাকসিন প্রয়োগে
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৪৯,অপরাহ্ন ০৫ মে ২০২১পর্তুগালের করোনার ভ্যাকসিন সম্পর্কিত টাস্কফোর্সের প্রধান গৌইভিয়া ই মেলো রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান আগামী সপ্তাহ থেকে দৈনিক ১ লক্ষ নাগরিককে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। তাছাড়া যে সকল রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসবেন তাদেরকে সে সময়ে ভেকসিন প্রদান করা হবে। যার ফলে ভ্যাকসিন কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি অসুস্থ নাগরিক দ্রুত ভ্যাকসিন এর আওতায় আসবে এবং তাদের সুরক্ষা বাড়বে।
ভ্যাকসিন পরিকল্পনা অনুযায়ী বয়স ভিত্তিক ভাবে প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত ৮০ বছরের বেশি বয়স্ক দের মধ্যে ৯৩% প্রথম ডোজ নিয়েছেন এবং ৮২ শতাংশ পূর্ণ ডোজ নিয়েছেন। ৬৫ থেকে ৭৯ বছর বয়সের মধ্যে একটি ডোজ নিয়েছেন ৭১% এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র ৭% শতাংশ। এ পর্যন্ত ৫০ থেকে ৬৪ বছর বয়সী সবচেয়ে বড় বয়স ভিত্তিক গ্রুপের মধ্যে ৪ লক্ষ ৭৬৯ জন(১৯%) নিয়েছেন প্রথম দজ এবং ৮৮ হাজার ৭২০ জন(৪%) পূর্ণ ডোজ নিয়েছেন।
পর্তুগালে এ পর্যন্ত সর্বমোট ২৫ লক্ষ ৬৮ হাজার ৩৪৪ জন কমপক্ষে একটি ডোজ প্রদান করা হয়েছে এবং এরমধ্যে ৯ লক্ষ ১৫ হাজার ২৪৬ জন পুর্ন ডোজ গ্রহণ করেছেন। হিসেবে দেশের এক-চতুর্থাংশ নাগরিক কমপক্ষে একটি ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। সর্বমোট করোন আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ্য ৩৭ হাজার ৭১৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৯৮১ জন