ঈদের আগে ব্যাংকিং লেনদেন চলবে মাত্র ২ দিন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:২১:২৩,অপরাহ্ন ২৬ জুন ২০২১পবিত্র ঈদুল ফিতরের এখনও এক সপ্তাহ বাকি কিন্তু এর মধ্যে বাংলাদেশে মাত্র ২ দিন ব্যাংকিং লেনদেন চলবে।
আজ শুক্রবার থেকে আগামী ১৫ মে পর্যন্ত ৯ দিনের মধ্যে রবিবার ব্যাংক খোলা থাকবে। এর পরদিন সোমবার পবিত্র শবে কদরের জন্য ছুটি। তারপর ঈদের আগে মঙ্গলবার অর্থাৎ ১১ মে ব্যাংক খোলা থাকবে। তাছাড়া বাকি সাত দিনই ব্যাংক বন্ধ থাকবে। তবে পবিত্র ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংক শাখা ১০ মে এবং ১৪ মে ঈদ সাপেক্ষে ১৩ মে খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
সরকার ঘোষিত লকডাউন চলাকালে সীমিত আকারে দেশের উপজেলা শহরের শাখাগুলো প্রতি সপ্তাহে তিন দিন বন্ধ ও তিন দিন খোলা থাকছে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বলে ব্যাংক খোলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়। ফলে যেসব উপজেলায় গার্মেন্টস কারখানা নেই, সেসব উপজেলায় ঈদের আগে মাত্র দুই দিন ব্যাংক খোলা।
