শেষ হয়েছে স্পেনের রাষ্ট্রীয় সতর্কতা, সংক্রমন বৃদ্ধির আশঙ্কা
মিরন নাজমুল
প্রকাশিত হয়েছে : ৫:১৮:২৬,অপরাহ্ন ০৯ মে ২০২১স্পেনে আজ (৯ মে) থেকে ৬ মাস বহাল থাকা রাষ্ট্রীয় সতর্কতা এবং কারফিউ তুলে নেয়া হয়েছে। কোভিড মহামারীর প্রাদুর্ভাব প্রকট আকারে দেখা দিলে দেশটির সরকার ২৫ অক্টোবর ৬ মাসের জন্যে জরুরী রাষ্ট্রীয় সতর্কতার অনুমোদন করে, যা নভেম্বরের ৯ তারিখে কার্যকর করা হয়।
দীর্ঘ ৬ মাস পর্যটন ও বিনোদনের দেশ খ্যাত স্পেনে মানুষ অবরুদ্ধ থাকার পর রাষ্ট্রীয় সতর্কতা ওঠে যাবার রাতে (৯ মে) রাত ১২টার পর আতশবাজি করে ও রাস্তায় নেমে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। মানুষ নিরাপদ সামাজিক দূরত্ব বজায় না রেখেই এই আনন্দ উল্লাসে মেতে ওঠেছে।
পর্যটন শহর বার্সেলোনায় স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় নেমে উল্লাস করা এমন অন্তত সাড়ে ৬ হাজার মানুষকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্পেনের আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইএফই দেশটির মহামারী বিশেষজ্ঞদের বরাদ দিয়ে জানিয়েছে, এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় সতর্কতা ওঠে যাবার কারণে, দেশটিতে অনিবার্যভাবে সংক্রমন বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তারা জানায়, ‘এটি প্রায় অনিবার্য যে সামনে আবার সংক্রমনের হার আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাবে।’
বর্তমানে রাজধানী মাদ্রিদসহ প্রায় ৪/৫ প্রদেশে সংক্রমনের হার অনুসারে চরম ঝুঁকিতে রয়েছে।
এ দিকে রাষ্ট্রীয় সতর্কতা ওঠে যাবার কারণে, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বহাল থাকা কারফিউ ওঠে গেছে।
আর বর্তমানে চালু হয়েছে প্রদেশভিত্তিক স্বাস্থবিধি। কভিড পরিস্থিতিতে আক্রান্ত ও মৃতের সংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি প্রদেশ নিজ দায়িত্বে নতুন নিয়ম প্রণয়ন করছে। এক্ষেত্রে নিয়মগুলো স্ব স্ব প্রদেশের সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে দেশটির রাজ্য সরকার স্বাস্থ্যবিধি জারি করেছে।
রাজধানী মাদ্রিদে রাষ্ট্রীয় সতর্কতা উঠে যাবার কারণে, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বজায় থাকা কারফিউ ওঠে গেছে। তাই মানুষের চলাচলের ওপর এখন বাধা দেবে না প্রশাসন।
সাধারণ স্বাস্থ্যবিধির নিয়ম অনুসারে বদ্ধ ও খোলা পরিবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং নিজের পরিবারের সদস্যদের বাইরে ৬ জনের বেশি একত্রিত হবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বার-রেস্টুরেন্টের সময়সূচীর ক্ষেত্রে মাদ্রিদে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেয়া হয়েছে। তবে রাত ১১টার পর থেকে ক্লায়েন্ট নিতে পারবে না। রেস্টুরেন্টের ভেতরে ৪ জনের টেবিল এবং তেররাসায় (সামিয়ানায়) ৬ জনের টেবিল বসাতে পারবে। ভেতরে শতকরা ৫০% এবং বাইরে ৭৫% পর্যন্ত জায়গা ব্যবহার করা যাবে।
সপিং সেন্টারগুলো ৭৫% পর্যন্ত ব্যবহার করা যাবে, এ ক্ষেত্রে সকাল ৬টা থেকে রাত ১১ পর্যন্ত খোলা রাখা যাবে।
মাদ্রিদে সিনেমা, থিয়েটার, অডিটেরিয়াম রাত ১২টায় বন্ধ করতে হবে। খেলাধুলা ও ব্যয়ামাগারগুলো সর্বোচ্চ ৫০% ব্যবহার করা যাবে এবং তা সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বাণিজ্যিক প্রদেশ কাতালোনিয়ায়ও রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বজায় থাকা কারফিউ ওঠে গেছে। নতুনভাবে জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত আইনগুলো প্রয়োগ করার জন্যে শুক্রবার (০৭ মে) কাতালোনিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়েছে প্রদেশ সরকার।
নতুন নিয়ম অনুসারে কাতালোনিয়া বহাল আছে পাবলিক প্লেসের মৌলিক সুরক্ষার বিষয়গুলো। যেমন, বাধ্যগতভাবে ব্যবহার করতে হবে মাস্ক এবং ১,৫ মিটার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গ্রুপে ১৫ থেকে ২০ জনের বেশি একত্রিত করা যাবে না। কোন মিটিং বা আড্ডায় ৬ জনের বেশি জড়ো হওয়া যাবে না। উপাসনালয়ে সর্বোচ্চ ৫০%-এর বেশি পূর্ণ করা যাবে না। ডিসকো ক্লাব এবং পার্টি প্লেসসহ নৈশ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে হবে।
কাতালোনিয়ায় সুপার মার্কেট (ছোট-বড়) ও বিপনীবিতানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বড় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩০% পর্যন্ত ব্যবহারের অনুমোদন থাকবে।
বার রেস্টুরেন্ট খোলা রাখা যাবে সাড়ে ৭টা থেকে রাত এগারোটা পর্যন্ত। এই নিয়মের মাধ্যমে রাতের খাবার রেস্টুরেন্টে খাওয়া যাবে। যা কারফিউর কারণে ৬ মাস বন্ধ ছিলো।
এ ক্ষেত্রে ভেতরের জায়গার ৩০ ভাগ ও বাইরের সামিয়ানা (তেররাসা) ১০০ ভাগ ব্যবহার করা যাবে। টেবিলের দূরত্ব ২ মিটার সর্বনিম্ন এবং প্রতি টেবিলে সর্বোচ্চ ৪জন বসতে পারবে। তবে একই পরিবারের ক্ষেত্রে ১৫-২০ জন সাথে বসতে পারবে।
এছাড়া রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে সময়ের বাধা নেই। অবাধ চলাচল করতে পারবে। পুরো স্পেনের যে কোন স্থানে চলাচল করা যাবে। তবে এক্ষেত্রে কোন রাজ্য নিজস্ব নিয়ম অনুসারে লকডাউনের আওতায় থাকলে সেখানে যাওয়া যাবে না।
বাহিরের দেশে ভ্রমন করা যাবে। তবে স্পেনের সাথে সে সব দেশের সীমানা খোলা আছে শুধু সে সব দেশেই ভ্রমন করা যাবে। রাত ১১টা পর্যন্ত কালচারাল কার্যক্রম যেমন থিয়েটার, সিনেমা, কনসার্ট এবং খেলাধুলা যেমন জিম এবং খেলাধুলা করা যাবে।
সাংস্কৃতিক কার্যক্রমসহ উপসানালয়, যাদুঘর, আর্ট গ্যলারীর ৫০ ভাগ উন্মুক্ত করা যাবে, রাত ১১টা পর্যন্ত।
বিনোদন পার্ক ও মেলায় ৩০ শতাংশ ব্যবহার করা যাবে। মেট্রো রেলের সমসূচী প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্তই বহাল থাকবে। শুক্রবার ও শনিবারসহ ছুটির রাতে মেট্রোরেলের বর্ধিত সময় এখনও কার্যকর করা হয়নি।