পর্তুগালে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে পর্দা নামল ইইউর সোশ্যাল সামিটের
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:২০:০৮,অপরাহ্ন ০৯ মে ২০২১ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্র গুলির জনগণের সামাজিক অধিকার বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নে তিনটি লক্ষ্যকে সামনে রেখে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পর্তুতে শুরু হওয়া সোশ্যাল সামিট গতকাল ৮ ই মে ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে ব্যাপক এবং উচ্চাকাঙ্খার প্রতিশ্রুতির মাধ্যমে শেষ হয়।
ইইউর রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ ঐক্যমত হয়ে একটি ঘোষণাপত্র(পর্তু ঘোষণাপত্র) স্বাক্ষর করেন উক্ত ঘোষণাপত্রে ইউরোপীয় নেতারা একমত পোষণ করেন যে ইউরোপ ধীরে ধীরে করোনা মহামারী থেকে সেরে উঠলে অগ্রাধিকার ভিত্তিতে ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোর নতুন চাকরি তৈরি , রক্ষা করা এবং চাকুরীর মানোন্নয়নে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেননা এই প্রতিষ্ঠানগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইউরোপিয়ান নেতারা বৈষম্য প্রতিরোধের প্রচেষ্টা এবং কর্মসংস্থান বেতন ও পেনশন এর ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হ্রাস করার জন্য সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ এর সাথে সাথে প্রতিটি ব্যক্তির জন্য সাম্য ও ন্যায় বিচার পাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এছাড়া তাদের মূল তিনটি লক্ষ্য বাস্তবায়নে আনুষঙ্গিক সকল বিষয়ে একমত পোষণ করেছেন।
দ্বিতীয় দিনে নির্ধারিত ইউরোপিয়ান ইউনিয়ন-ভারত সামিট অনুষ্ঠিত হয় গত ২০০৭ সালে শুরু হওয়া আলোচনা ২০১৩ সালে বন্ধ হয়ে যায়। নতুন বিনিয়োগ এবং সুরক্ষা , বাণিজ্যিক ও সামাজিক বিষয়ে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট অসমাপ্ত বিষয়গুলো এই সামিটের মাধ্যমে নতুন করে শুরু হয়েছে । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিকনফারেন্সের মাধ্যমে উক্ত সামিটে যুক্ত হন।