স্পেনে ঈদুল ফিতরের নামাজের সময় সূচী

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৪২,অপরাহ্ন ০৯ মে ২০২১স্পেনে বর্তমানে করোনা সংক্রমণ অনেকাংশে নিম্নমুখী, ধিরে ধিরে জনমনে সস্থি ফিরে আসছে। সাথে আজ থেকে স্পেনের পুরাতন রাষ্ট্রীয় সতর্কতা ও কারফিউ উঠে চালু হয়েছে নতুন বিধি নিষেধ। এ জন্য আসছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদের পাশাপাশি পড়া যাবে উন্মুক্ত স্থানে বা মাঠে।
স্পেনের বিভিন্ন স্থানে বাংলাদেশী দ্বারা পরিচালিত মসজিদগুলো ভিতরে ছাড়াও ঈদের নামাজের আয়োজন করেছে খোলা মাঠে। এক্ষেত্রে প্রতিটি মসজিদ থেকে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরিধান সহ নামজের সময় সাথে জায়নামাজ নেয়ার বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।
মাদ্রীদ-
বায়তুল মোকাররম মসজিদে (কাইয়ে প্রভিসিয়নেস-৭) ঈদের জামাত হবে ৫টি। ১ম জামাত সকাল ০৭-৩০ মিনিটে, ২য় জামাত সকাল ০৮-১৫ মিনিটে, ৩য় জামাত সকাল ০৯-০০ ঘটিকায়, ৪র্থ জামাত ০৯-৪৫ মিনিটে এবং ৫ম জামাত সকাল ১০-৩০ মিনিটে।
শাহজালাল লতিফিয়া জামে মসজিদে (কাইয়ে কারাভাকা-১৪) নামাজ আদায় হবে ৪টি জামাতে। ১ম জামাত সকাল ০৭-৩০ মিনিটে, ২য় জামাত সকাল ০৮-৩০ মিনিটে, ৩য় জামাত সকাল ০৯-৩০ মিনিটে এবং ৪র্থ জামাত ১০-১৫ মিনিটে।
আল হুদা জামে মসজিদে (অসো-৪) অনুষ্ঠিত হবে ৩টি জামাত। ১ম জামাত সকাল ০৭-৩০ মিনিটে, ২য় জামাত সকাল ০৮-১৫ মিনিটে এবং ৩য় জামাত সকাল ০৯-০০ ঘটিকায়।
আল আমান জামে মসজিদে (সানক্রিষ্ট’বাল) ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ০৮-০০ ঘটিকায়, ২য় জামাত সকাল ০৯-০০ ঘটিকায় এবং ৩য় জামাত সকাল ০৯-৪৫ মিনিটে।
বার্সেলোনা-
শাহজালাল জামে মসজিদে (কাইয়ে রিয়েরেতা) ঈদ উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ০৭-০০ ঘটিকায়, ২য় জামাত মসজিদের সামনের খোলা মাঠে সকাল ০৭-৩০ মিনিটে এবং ৩য় জামাত সকাল ০৮-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
লতিফিয়া ফুলতলী জামে মসজিদে (কাইয়ে আরোরা) ৪টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ০৭-০০ ঘটিকায়, ২য় জামাত সকাল ০৭-৩০ মিনিটে, ৩য় জামাত সকাল ০৮-০০ ঘটিকায় এবং ৪র্থ জামাত সকাল ০৮-৪৫ মিনিটে।
দারুল আমাল জামে মসজিদে (কাইয়ে ভিস্তালেগরে) ভিতরে ৩টি এবং প্লাসায় ৩টি জামাত অনুষ্ঠিত হবে। মসজিদে ১ম জামাত সকাল ০৬-৫০ মিনিটে, ২য় জামাত সকাল ০৭-৩০ মিনিটে, ৩য় জামাত সকাল ০৮-৪৫ মিনিটে এবং প্লাসা মারিনা কাস্তেলস এ ৩টি জামাতের মধ্যে ১ম জামাত সকাল ০৭-০০ ঘটিকায়, ২য় জামাত সকাল ০৭-৪৫ মিনিটে এবং ৩য় জামাত সকাল ০৮-১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে (কাইয়ে লুনা) ৮টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ০৬-৪৫ মিনিটে, ২য় জামাত সকাল ৭-১৫ মিনিটে, ৩য় জামাত সকাল ৭-৪৫ মিনিটে, ৪র্থ জামাত সকাল ০৮-১৫ মিনিটে, ৫ম জামাত সকাল ০৮-৪৫ মিনিটে, ৬ষ্ঠ জামাত ০৯-১৫ মিনিটে, ৭ম জামাত সকাল ১০-০০ ঘটিকায় এবং ৮ম জামাত সকাল ১০-৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
