ইতালিতে আগামীকাল ঈদ

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:১৫,অপরাহ্ন ১২ মে ২০২১ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য সৌদির সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার ১৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে ইতালি প্রবাসী বাংলাদেশিসহ অন্য দেশের মুসলিম ধর্মাবলম্বীরা। স্থানীয় সুত্র অনুসারে ইতালিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করছেন।
ইতোমধ্যে বিভিন্ন মসজিদ ঈদ উদযাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন বলে প্রবাসীরা জানান।
এ বছর পুরো ৩০টি রোজা হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ সন্তুষ্টি প্রকাশ করেন। প্রডি বছরের মত এ বছরও রাজধানী রোমের জনবহুল এলাকা লারগো প্রেনেসতে খোলা মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
সামাজিক সংগঠন ইল ধূমকেতুর সার্বিক সহযোগিতায় স্থানীয় সময় সকাল ৭টা ত্রিশ মিনিট প্রথম জামাত অনুষ্ঠিত হবে। পরপর আরও কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে। সংগঠনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখে গত মাসে মঙ্গলবার (১৩ এপ্রিল) ইতালিতে প্রথম রমজান মাস শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৩ মে ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশিরা।
