স্পেনে বাংলাদেশি জুনিয়র ক্রিকেট প্রশিক্ষণ কর্মশালা এবং জার্সি উন্মোচন

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৯:৪১:১২,অপরাহ্ন ০৫ জুন ২০২১স্পেনে বেড়ে উঠা বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে ক্রিকেটকে পৌঁছে দিতে বার্সেলোনায় জুনিয়র ক্রিকেট প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সপ্তাহের প্রতি শনি এবং রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন কিংস ক্রিকেট ক্লাব।

ক্রিকেট প্রশিক্ষণে অংশ নেয়া শিশুদের মাঝে বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেটর রামন পেদ্রো ও ক্লাবের সদস্যগণ
বার্সেলোনার বাংলাদেশী ক্রিকেটারদের দ্বারা পরিচালিত এই শক্তিশালী বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের আয়োজনে এবং ক্লাবের অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটারদের সমন্বয়ে নিয়মিত পরিচালিত হবে প্রশিক্ষণ কর্মশালা। বার্সেলোনার শাহজালাল জামে মসজিদ সংলগ্ন মাঠ পিস্তা নেগরায় এখন অস্থায়ীভাবে চলবে এ ক্রিকেটি অনুশীলন।
শনিবার ২২ মে সকালে শহরের বাংলাদেশী অধ্যুষিত এলাকা রাভালের পিস্তা নেগরায় জুনিয়র ক্রিকেট প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুন এবং সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস, বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্মকর্তা পাটরিছিয়া মারিতেজ, অর্চনা দেব, নব-নির্বাচিত শহর রক্ষক দাভিদ বোনদিয়া, কাতালোনিয়া ক্রিকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক হাফিজ সারওয়ার, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি নোমান সুমন, ওসমানী নগর বালাগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শফিউল আলম শফি, বিয়ানীবাজার জনকল্যাণ এসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান সুমন, মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ফয়সাল আহমেদ, কিংস ক্রিকেট ক্লাবের অধিনায়ক মোহন রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন, ব্যবসায়ী রুহুল আমীন, স্বাস্থ্যকর্মী মঞ্জু স্বপন, স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জুনিয়র ক্রিকেটারদের অভিবাবক এবং ক্লাবের নিয়মিত খেলোয়াড়গণ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিদেশের মাটিতে বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটকে তুলে ধরাসহ খেলাধুলার বিষয়কে প্রাধান্য দেয়ার জন্যে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া বক্তারা যে কোন প্রয়োজনে ক্লাবের পাশে থেকে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের পরে ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফরহাদ মীর রাজনের উপস্থাপনায় স্থানীয় হলরুমে উপস্থিত অতিথিবৃন্দদের নিয়ে ক্লাবের জার্সি উন্মোচন করা হয়।
বাংলাদেশীদের মানি ট্রান্সফারসহ অন্যান্য সেবা দানকারী প্রতিষ্ঠান ডট মিডিয়া’র স্পন্সরে ক্লাবের খেলোয়াড় এবং কলাকুশলীদের মধ্যে নতুন জার্সি বিতরণ করা হয়।
