বিশ্ব বাংলার সহকারি সম্পাদক কবির আল মাহমুদের পিতার মৃত্যু
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:০৩:২০,অপরাহ্ন ৩০ মে ২০২১বিশ্ব বাংলা এর সহকারি সম্পাদক, জনাব কবির আল মাহমুদ এর পিতা মো. আলমাস আলী শনিবার (২৯ শে মে) সিলেটের বিয়ানীবাজারে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মরহুম মো. আলমাস আলী দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জনাব কবির আল মাহমুদ স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য অপরদিকে জাগো নিউজ, বাংলা টিভি (মাদ্রিদ) স্পেন প্রতিনিধি সহ দেশের স্বনামধন্য পত্রিকার নিয়মিত লেখক তাই তার বাবার মৃত্যুতে স্পেন এবং ইউরোপের সাংবাদিক সমাজের শোকের ছায়া নেমে আসে।
তার বাবার মৃত্যুতে বিশ্ববাংলা পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে প্রধান সম্পাদক আফাজ জনি, সম্পাদক মিরন নাজমুল, বার্তা সম্পাদক জমির হোসেন এবং সহকারী সম্পাদক ফরিদ আহমেদ পাটোয়ারী শোক বার্তা জানিয়েছেন।
তাছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সাধারণ সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন সহ ইউরোপের অন্যান্য দেশ যেমন ইতালি থেকে সাংবাদিক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট আনিসুজ্জামান, সিনিয়র সাংবাদিক আখি সীমা কাউসার, জার্মানি থেকে সাংবাদিক ওমর ফারুক হিমেল সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মরহুমের পরিবারের জন্য দোয়া কামনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মরহুম মোঃ আলমাস আলী তার জীবদ্দশায় কর্মজীবনে ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যুক্ত থাকার কারণে অনেক গুনগ্রাহী এবং বন্ধুবান্ধব রেখে গেছেন তাই তার মৃত্যুতে ফুলের মাঝে শোকের ছায়া নেমে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত পারিবারিক আত্মীয়-স্বজনের আগমনে বিবেচনায় দাফন এর সময় চূড়ান্ত করা হয়নি।