বার্সেলোনায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:৫০,অপরাহ্ন ০১ জুন ২০২১শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্পেনের বার্সেলোনা জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করে আলোচনা সভা।
৩০মে, রবিবার স্থানীয় একটি হলে বার্সেলোনা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আলম এবং সাংগঠনিক সম্পাদক ফরহাদ মীর রাজনের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বার্সেলোনা বিএনপির সভাপতি এইচ এম রায়হান আহমেদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক মনোয়ার পাশা, প্রধান উপদেষ্ঠা শাহ সালাউদ্দিন, উপদেষ্টা আকিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দুল কাদির, সহ- সভাপতি আক্তারুজ্জামান মহসিন, সহ সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, অর্থ সম্পাদক কুতুব আহমদ, প্রচার সম্পাদক আমির হোসেন শাহীন, দপ্তর সম্পাদক এমদাদুল হক রুকন, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আক্তার, আইন বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক এমদাদ আহমদ, সদস্য আরজু মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর বিভিন্ন বক্তব্য রাখার পাশাপাশি বলেন ৩০ মে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত শোকের একটি দিন। এই দিনে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম দেশি-বিদেশি চক্রান্তে নিহত হয়েছিলেন। যিনি আমাদের জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বীরদর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন, তাকে ১৯৮১ সালের ৩০ মে নির্মমভাবে জীবন দিতে হয়েছে কুচক্রী মহলের ষড়যন্ত্রে।
এর আগে, স্থানীয় শাহজালাল জামে মসজিদে বাদ মাগরিব বিএনপির নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফিজ মাওলানা ইসমাইল হোসেন।