জামিন না মঞ্জুর করে তানিয়াকে জেল হাজতে প্রেরণ, হতে পারে ৬ থেকে ১২ বছরের জেল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৩৮,অপরাহ্ন ০৩ জুন ২০২১বার্সেলোনায় বাংলাদেশী যুবতী তানিয়া প্রধান (৩৪) কর্তৃক তার প্রেমিক আব্দুর রহমান লিটনের (৪৭) পুরুষাঙ্গ কর্তন মামলায় বিজ্ঞ জজ তানিয়ার জবান বন্দি শুনে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন।
অপরাধ প্রমাণিত হলে হতে পারে ৬ থেকে ১২ বছরের জেল। তানিয়ার আইনজীবি বলেন, লিটন সম্পর্ক টিকিয়ে রাখতে গত দশ মাস যাবত তানিয়াকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি ধারাবাহিকভাবে প্রদান করে আসায় সে মানসিক ভাবে অসুস্থ তাই তানিয়ার জরুরী ভিত্তিতে মনরোগ চিকিৎসার প্রয়োজন।
কাতালান পুলিশের বরাত দিয়ে দৈনিক লাভাংগুয়ারদিয়ার খবরে বলা হয় লিটন এবং তানিয়া দীর্ঘদিন থেকে লিভ টুগেদার করত। ঘটনার দিন আঘাত প্রাপ্ত হয়ে লিটন পূলিশের সাহায্য চাইতে গেলে তানিয়া তাকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত করে। পরে লিটনকে হাসপাতালে পূলিশের তত্ত্বাবধানে রাখা হলে তদন্তে তানিয়াকে জোর করে ধর্ষনের আলামত না পাওয়ায় লিটনের হাসপাতাল থেকে পুলিশি পাহারা সরিয়ে নেয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশী সংস্কৃতিতে এবং ধর্মে বিবাহ বহির্ভুত সম্পর্ক বা লিভ টুগেদার অবৈধ হলেও স্পেনে বৈধ। এ ঘটনার প্রেক্ষিতে প্রেমিক যুগল বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত মূখ হওয়ায় খবরটি বেশ সমালোচনার জন্ম দেয়।